Jhargram News: হাতা-খুন্তি হাতেই আসবে টাকা! জঙ্গলমহলের মহিলাদের জন্য নতুন উদ্যোগ প্রশাসনের

Last Updated:

জঙ্গলমহলের মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে প্রশাসন।

+
জ্যাম

জ্যাম তৈরির প্রশিক্ষণ

ঝাড়গ্রাম: জঙ্গলমহলের মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে শুরু হল সস, জ্যাম ,জেলি ও বেগুনের আচার তৈরির বিশেষ প্রশিক্ষণের শিবির। এই প্রশিক্ষণের মাধ্যমে মহিলারা নিজের বাড়িতেই তৈরি করতে পারবে সস, জ্যাম, জেলি ও বেগুনের আচার। গ্রামীণ এলাকার বিক্রির পাশাপাশি বিভিন্ন হাট, মেলা ও বাজারে পাইকারি মূল্য বিক্রি করতে পারবে তাঁরা।
জঙ্গলমহলের কৃষক পরিবার তথা কৃষি কাজের সঙ্গে যুক্ত মহিলাদের স্বনির্ভর করতে কৃষিজাত পণ্যের প্রকৃয়াকরণ ও তার থেকে বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরির বিশেষ ট্রেনিং-এর ব্যবস্থা করা হয় ঝাড়গ্ৰাম জেলা রেগুলেটরি মার্কেট কমিটির পক্ষ থেকে । ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের কৃষক পরিবারের উৎসাহী মহিলাদের ‘বেসিক ট্রেনিং অন এন্টারপ্রিনিউরশিপ ডেভলপমেন্ট’ এর মাধ্যমে ছয় দিনের এই ট্রেনিং-এর ব্যবস্থা করা হয়। মহিলাদের টমেটো সস, জ্যাম, জেলি ও বেগুনের আচার তৈরির মত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
advertisement
advertisement
জেলা রেগুলেটরি মার্কেট কমিটির পক্ষ থেকে বিষয়ভিত্তিক প্রশিক্ষণের পাশাপাশি হাতেকলমে কৃষিজাত পণ্য থেকে বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়। জানা গিয়েছে, ঝাড়গ্ৰাম জেলা রেগুলেটরি মার্কেট কমিটির সেক্রেটারি দিব্যেন্দু চৌধুরীর তত্ত্বাবধানে গোপীবল্লভপুর এক নম্বর ব্লক কৃষি দফতর ও ব্লক প্রশাসনের সহায়তায় ছয় দিনের এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। শিবিরের মাস্টার ট্রেনার লেনা ঘোষাল জানান, “এই ট্রেনিং-এর পর প্রশিক্ষণপ্রাপ্তদের আরও বড় করে দু’মাসের একটি প্রশিক্ষণ দেওয়া হবে যাতে আগামী দিনে মহিলারা কৃষিজাত পণ্যের খাদ্যসামগ্রী তৈরি করে ব্যবসার কাজে নামতে পারেন”।
advertisement
কৃষিজাত পণ্যের প্রক্রিয়াকরণের মাধ্যমে বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরি করে স্বনির্ভর হতে পারবে মহিলারা। মহিলাদের স্বনির্ভর করার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সকলেই।
বুদ্ধদেব বেরা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: হাতা-খুন্তি হাতেই আসবে টাকা! জঙ্গলমহলের মহিলাদের জন্য নতুন উদ্যোগ প্রশাসনের
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement