Jhargram News: নারীকল্যাণে আঁধারে আলো রানি সতী দাদি, এ বার ঝাড়গ্রামেও তিনি পূজিতা
- Reported by:Buddhadev Bera
- local18
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Jhargram News: নারী সমাজের কল্যাণে বিশেষ অবদান রয়েছে রানী সতী দাদির। রাজস্থানের বিশাল মন্দির রয়েছে রানী সতী দাদী ঝুনঝুন নামে। ঝাড়গ্রাম মাড়োয়ার মহিলা সমিতির উদ্যোগে দাবি সতী রানীর বিশেষ পুজোর আয়োজন করা হয়। ঝাড়গ্রামে এই প্রথম বলে জানা গিয়েছে।
বুদ্ধদেব বেরা, ঝাড়গ্রাম : যে সময় মহিলাদের স্কুল পাঠানো হত না, মহিলাদের পড়াশোনার সুযোগ দেওয়া হত না, সেই সময় সমাজকে সংস্কার করার জন্য বিশেষ ভূমিকা পালন করেছেন রানী সতী দাদিজী। রানি সতী দাদিজীর বিশেষ পুজো অনুষ্ঠিত হল ঝাড়গ্রামে। সোমবার সকালে মারোয়াড়ি সমাজের মহিলার সমিতির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
জানা গিয়েছে, রাজস্থানের শেখাবতি অঞ্চলে রানি সতী মন্দির ঝুনঝুন রয়েছে। রানি সতী নারায়ণী দেবী নামেও পূজিত হন। রানি সতী দাদিকে ত্রিশূল রূপেও পুজো করা হয়। ঝাড়গ্রাম শহরের জামদায় রানি সতী দাদির পূজা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু করে ঝাড়গ্রাম শহর পরিক্রমা করে পুনরায় জামদা এলাকায় শেষ হয়। ছোট ছোট শিশুদের রানি সতী দাদি সাজানো হয়, পুরুষ ও মহিলারা ধর্মীয় ঝান্ডা হাতে নিয়ে শোভাযাত্রায় যোগদান করেন।
advertisement
ঝাড়গ্রাম মারোয়াড়ি মহিলা সমিতির সীমা আগারওয়াল, নেহা গুপ্তারা বলেন, ‘‘রানি সতী দাদির জীবনকাল মহাভারতের সময় থেকে শুরু হয়েছে। আমাদের সমাজে রানি সতী দাদিকে খুবই মান্য করা হয়। রানি সতী দাদি পুরো সমাজকে নতুন পথ দেখিয়ে গিয়েছেন। যে সময় মহিলাদের স্কুল পাঠানো হত না, মহিলাদের পড়াশোনার সুযোগ দেওয়া হত না, সেই সময় তিনি সমাজকে সংস্কার করার জন্য বিশেষ ভূমিকা পালন করেছেন। এই জন্যই আমরা রানি সতী দাদিকে ভক্তি ভরে পূজা করি। রানি সতী দাদি সতীদের কাছে শিলমোহর’’।
advertisement
advertisement
আরও পড়ুন : ভোরে দেবীর রাজরাজেশ্বরী বেশে মঙ্গলারতি থেকে সন্ধ্যায় লুচির ভোগ, কৌশিকী অমাবস্যায় তারাপীঠের দিনভর
সীমা আগরওয়াল, নেহা গুপ্তারা আরও বলেন, ‘‘ঝাড়গ্রাম মারোয়াড়ি মহিলা সমিতি সমাজের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকার কাজ করে চলেছে । শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয় এবং বিশেষ পুজোরআয়োজন করা হয়েছে। সকলের এখানে ভোজনেরও ব্যবস্থা রয়েছে”।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 02, 2024 8:08 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: নারীকল্যাণে আঁধারে আলো রানি সতী দাদি, এ বার ঝাড়গ্রামেও তিনি পূজিতা









