Jhargram News: পকেটে ঢুকবে অনেক বেশি টাকা! এক জমিতে, একই সময়ে আলু সহ দুই চাষের আবিষ্কার চাষিদের

Last Updated:

এক জমিতে, একই সময়ে চাষ করা হচ্ছে কুন্দরি ও আলু।

+
কুন্দরি

কুন্দরি চাষের জমিতে চাষ হচ্ছে আলু 

ঝাড়গ্রাম: বর্তমান সময়ে আলু নিয়ে কপালে চিন্তার ভাঁজ রাজ্য সরকারের। যে পরিমাণ আলু রাজ্যের ভান্ডারে রয়েছে তা আর বেশি দিন চলবে না। নতুন আলুর অপেক্ষায় দিন গুনছে রাজ্য সরকার। আর এর মধ্যেই অভিনব পদ্ধতিতে আলু চাষের নতুন দিশা দেখাচ্ছে জঙ্গলমহলের আলু চাষিরা। আলু চাষের জমির অভাব থাকায় কুন্দরি চাষের জমিকেই আলু চাষের জমিতে পরিণত করেছে জঙ্গলমহলের আলু চাষিরা। ফলে কম খরচে বাড়তি উপার্জনের পথ দেখাচ্ছে তারা। ঝাড়গ্রাম জেলার সুবর্ণরেখা, কংসাবতী ও ডুলুং এই তিন নদীর দুই তীরের বেলে মাটিতে ব্যাপক পরিমাণে আলু চাষ হয়ে থাকে। ঝাড়গ্রাম ব্লকের বাঁদগোড়া গ্রাম পঞ্চায়েতের সাতপাটিকে ঝাড়গ্রামের সবজির আতুর ঘর বলা হয়।
সারা বছর সেখানে করলা, বেগুন, ঝিঙ্গে ,কুন্দরি, বরবটি সহ বিভিন্ন প্রকারের সবজি হয়ে থাকে। অন্যান্য সবজি চাষের পর গাছগুলি জমি থেকে উপড়ে ফেলে নতুন চারা রোপন করা হয়। কিন্তু কুন্দ্রি চাষের ক্ষেত্রে কুন্দরি গাছকে কখনও গোড়া থেকে উপড়ে ফেলা হয় না। জমিতে টোপ তৈরি করে সারি সারি ভাবে লাগানো হয় কুন্দ্রির গাছ এবং মাচার সাহায্যে সেইগুলিকে রাখা হয়। কিন্তু এই শীতের সময় কুন্দরির তেমন একটা ফলন হয় না। ফলন না হলেও কুন্দরি গাছ উপড়েও ফেলা যায় না জমি থেকে। কুন্দরি চাষের জমিতে এই গাছের গোড়াগুলি বাদ দিয়ে জমির বহু জায়গা ফাঁকা থাকে। সেই ফাঁকা জায়গা জায়গাগুলিতে কোদালের সাহায্যে আলু চাষের উপযোগী মাটি তৈরি করে তাতেই আলু চাষ করা হচ্ছে।
advertisement
advertisement
এর ফলে আলু চাষের জন্য বাড়তি জমির প্রয়োজন হচ্ছে না, একই জমিতেই আলু চাষ হচ্ছে এবং আলুর জন্য যে পরিমাণ জমিতে সার দেওয়া হচ্ছে সেই সার কুন্দরি গাছেরও কাজে লাগছে। ফলে অল্প খরচেই ভাল উপার্জনের পথ দেখছে সাতপাটি এলাকার আলু চাষিরা। জানা গিয়েছে, কুন্দরি চাষের জমিতে আলু চাষ করলে এক বিঘা জমির মধ্যে প্রায় ১৬ কাঠা জমিতে আলু লাগানো সম্ভব হয়।
advertisement
বাকি চার কাঠা জমিতে থেকে যায় কুন্দরি গাছ। স্বাভাবিক আলু চাষের জমিতে যেমন আলুর ফলন হয় প্রায় সমানই আলুর ফলন হয় কুন্দরিচাষের জমিতেও। কাঠা পিছু প্রায় দেড় কুইন্টাল পর্যন্ত আলুর উৎপাদন হয়ে থাকে। সাতপাটি এলাকার আলু চাষিদের এই পদ্ধতিকে সাধুবাদ জানাচ্ছেন সকলেই। এইভাবে আলু চাষ করলে বাজারে আলুর চাহিদা কিছুটা হলেও মিটবে বলে আশাবাদী সকলেই।
advertisement
বুদ্ধদেব বেরা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: পকেটে ঢুকবে অনেক বেশি টাকা! এক জমিতে, একই সময়ে আলু সহ দুই চাষের আবিষ্কার চাষিদের
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement