লালগড়: জঙ্গলের পাশে ধানজমি থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে লালগড় থানার শাখাখুল্যা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, লালগড় কলেজের পেছনে শাখাখুল্যা মাঠের ধানজমিতে এক বছর পঁয়ত্রিশের ব্যক্তির পচাগলা মৃতদেহ দেখতে পান স্থানীয় মানুষজনেরা।
এরপর লালগড় থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। কী ভাবে মাঠের মধ্যে জমিতে মৃতদেহ এল তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে লালগড় থানার পুলিশ। পাশাপাশি মৃত ব্যক্তির নাম পরিচয় জানার জন্য আশপাশের এলাকায় খবর পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন: কথায় কথায় মেয়েদের মুড পরিবর্তন কি আসলে ন্যাকামি? কেন হয় মুড সুইং জানেন?
আরও পড়ুন: শ্যাম্পুর আগে কন্ডিশনার ব্যবহার করলে চুলের কী হয় জানেন? উত্তর জানলে এটাই করতে চাইবেন!
এই মৃতদেহ ঘিরে নানা জল্পনা শুরু হয়েছে এলাকায়। অপরদিকে, এলাকায় মানুষের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে কে এই যুবক, কারা তাকে মারল, কোথা থেকে দেহটি এখানে এনে ফেলা হল? না কি এখানে তাকে খুন করা হল, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে এলাকার মানুষের মনে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের পরে জানা যাবে তার মৃত্যুর কারণ। দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
রাজু সিং
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dead Body Found, Jhargram news