Hair Care Tips: শ্যাম্পুর আগে কন্ডিশনার ব্যবহার করলে চুলের কী হয় জানেন? উত্তর জানলে এটাই করতে চাইবেন!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Hair Care Tips: নতুন এক পদ্ধতি বলছে, শ্য়াম্পু করার পরে নয়। আগে ব্যবহার করুন কন্ডিশনার। এই পদ্ধতিকে বলা রিভার্স ওয়াশিং।
শ্যাম্পু করার আগেই চুলে কন্ডিশনার। তাহলেই নাকি চুলে আসবে ভলিউম। অবাক হচ্ছেন তো? বিষয়টা একটু বিশদে জেনে নেওয়া যাক। আমরা জানি শ্যাম্পু করার পরে কন্ডিশনিং করতে হয়। সকলেই জানেন, কন্ডিশনার ব্যবহার না করলে চুলে সহজেই জট পড়ে যায়, স্প্লিট এন্ডস, দুমুখো চুল এগুলির সমস্যা দেখা যায়। চুলের উশকো খুশকো ভাব দূর করতেই কন্টিশনার ব্যবহার করা। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
কিন্তু নতুন এক পদ্ধতি বলছে, শ্য়াম্পু করার পরে নয়। আগে ব্যবহার করুন কন্ডিশনার। এই পদ্ধতিকে বলা রিভার্স ওয়াশিং। এই চেনা ছককে বদলে দিচ্ছে সম্প্রতি ফ্যাশন জগতের আর একটি চল। শ্যাম্পু করার পরে নয়, এ বার রূপবিশেষজ্ঞরা কন্ডিশনার ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন শ্যাম্পু করার আগেই! আর এই পদ্ধতিতে তিন দিন পর্যন্ত চুলে ভলিউম বজায় থাকবে।
advertisement
রূপবিশেষজ্ঞদের মতে, যাঁরা চুলে নিয়মিত রাসায়নিক ব্যবহার করেন-- যেমন জেল, হেয়ার স্প্রে, তাঁরাও এই পদ্ধতিতে শ্যাম্পু করুন। যাঁদের চুল পাতলা ও তেলতেলে হয়, অনেক শ্যাম্পুর পরে কন্ডিশনার ব্যবহার করে তেমন লাভ হয় না। কারণ কন্ডিশনারের ফলে চুল সে ক্ষেত্রে পেতে বসে যায়। কিন্তু উল্টোটা করে চুলে নারিশমেন্টের সঙ্গে ঢেউ খেলানো ভাবও আসে। চুল দেখতেও অনেকটা ঘন লাগে।
advertisement
কিন্তু সবার চুলের জন্যই কি এই পদ্ধতি ঠিক? প্রত্যেকের চুলের ধরন আলাদা হয়। বিশেষজ্ঞের মতে, যাঁদের চুল খুব ঘন ও শুষ্ক হয়, তাঁরা শ্যাম্পুর পরেই কন্ডিশনার ব্যবহার করুন। কারণ এই ধরনের চুলে দরকার হয় নারিশমেন্ট। যাঁদের চুল মাত্রাতিরিক্ত শুষ্ক ও মোটা হয়, তাঁরা শ্যাম্পুর আগে এক বার ও পরে এক বার কন্ডিশনার ব্যবহার করুন। এতে চুল ভাল ও উজ্জ্বল থাকবে।
advertisement
advertisement
advertisement