Jhargram Dialysis Centre: ঝাড়গ্রামের বাসিন্দা? কিডনির সমস্যায় ভুগছেন...! তাহলে আপনার জন্য দারুণ খবর

Last Updated:

Jhargram Dialysis Centre: ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এবার চালু হতে চলেছে ডায়ালাইসিস ইউনিট। পিপিপি মডেলে এটি তৈরি করা হয়েছে।

+
ঝাড়গ্রাম

ঝাড়গ্রাম হাসপাতালের ডায়ালাইসিস ইউনিট

ঝাড়গ্রাম: আর পোহাতে হবে না ঝক্কি! একসঙ্গে ১০ রোগী পাবেন পরিষেবা, ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এবার চালু হতে চলেছে ডায়ালাইসিস ইউনিট। পিপিপি মডেলে এটি তৈরি করা হয়েছে। এই ডায়ালাইসিস ইউনিট চালু হয়ে গেলে ঝাড়গ্রামের প্রান্তিক এলাকার মানুষকে আর কলকাতায় বা দূরের কোনও হাসপাতালে যেতে হবে না। এই ডায়ালাইসিস ইউনিটে থাকবে ১০টি বেড। ইতিমধ্যেই মেশিন চলে এসেছে। এই হাসপাতালের উপর নির্ভরশীল জেলার সমস্ত ব্লক সহ আশপাশের বহু গ্রামের মানুষ।
হাসপাতাল পরিদর্শনের পর এসএসকেএম হাসপাতালের নেফ্রলজি বিভাগের সহকারী অধ্যাপক অতনু পাল বলেন, “আমরা হাসপাতালের পরিকাঠামো ভিজিট করলাম। আরও কি কি পরিকাঠামোর প্রয়োজন তা হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করছি খুব তাড়াতাড়ি এখানে ডায়ালাইসিস ইউনিট চালু হয়ে যাবে।”
advertisement
advertisement
কিডনির সমস্যা নিয়ে অনেকেই ঝাড়গ্রাম হাসপাতালে আসেন। কিন্তু যেহেতু ডায়ালাইসিসের ব্যবস্থা এখানে ছিল না, সেই কারণে সংশ্লিষ্ট রোগীদের হয় কলকাতায় বা অন্যত্র রেফার করে দেওয়া হত। এতে চিকিৎসা খরচ যেমন বাড়ত, তেমনই রোগীর পরিজনদেরও ঝক্কি পোহাতে হত। পাশাপাশি ঝাড়গ্রামের এই অঞ্চলে বর্ষার সময় সাপে কাটা রোগীর সংখ্যা বেড়ে যায়। এই ধরনের রোগীর অবস্থার অবনতি হলে কিংবা আপৎকালীন পরিস্থিতিতে ডায়ালাইসিসের প্রয়োজনীয়তা দেখা দেয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এবার তাঁদের অন্যত্র রেফার না করে ঝাড়গ্রাম হাসপাতালেই ডায়ালাইসিস করা যাবে বলে মত চিকিৎসকদের। এবার তার পরিকল্পনা বাস্তবায়িত হলে আদতে সুফল পাবে সাধারণ মানুষ। এদিন ঝাড়গ্রাম হাসপাতালের পরিকাঠামো পরিদর্শন করেন একটি চিকিৎসকদের দল। বহু দিনের চেষ্টায় অবশেষে এই হাসপাতালে ডায়ালিসিস শুরু হতে চলেছে। এবং সাধারণ মানুষের জন্য তা সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা পাবে।
advertisement
তন্ময় নন্দী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram Dialysis Centre: ঝাড়গ্রামের বাসিন্দা? কিডনির সমস্যায় ভুগছেন...! তাহলে আপনার জন্য দারুণ খবর
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement