Jhargram School: স্কুলে শিক্ষক-শিক্ষিকাদের ঝামেলা...! বদলিতেও শান্তি নেই, পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি, ক্ষোভ অভিভাবকদের
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Tanmoy Nandi
Last Updated:
Jhargram School: স্কুলের প্রধান শিক্ষিকার বদলি চেয়ে কাদোপিন্ড্রা প্রাথমিক বিদ্যালয়ে তালা দিল গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ প্রধান শিক্ষিকার জন্য লাটে উঠেছে ছাত্র-ছাত্রীদের পড়াশোনা।
ঝাড়গ্রাম: বিদ্যালয়ে শিক্ষক নেই, ভরসা মাত্র একজন শিক্ষিকা। এমন পরিস্থিতিতে প্রাথমিক স্কুলের উঁচু শ্রেণির পড়ুয়ারাই পড়াচ্ছে নিচু শ্রেণির ছাত্র-ছাত্রীদের। দীর্ঘদিন ধরে এমনই চলছে ঝাড়গ্রামের জামবনি ব্লকের গিধনি পূর্ব চক্রের অধীন চিচিড়া অঞ্চলের কাদোপিন্ড্রা প্রাথমিক বিদ্যালয়ে। এর প্রতিবাদে এদিন সকালেই বিদ্যালয়ের মূল দরজায় তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন অভিভাবক ও গ্রামবাসীরা।
বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৬৪ জন পড়ুয়া রয়েছে ঝাড়গ্রামের এই বিদ্যালয়ে। আগে তিন জন থাকলেও, শিক্ষক-শিক্ষিকা তিনজনের মধ্যে ব্যক্তিগত ও পেশাগত বিবাদের জেরে মাস খানেক আগে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান জয়দীপ হোতার নির্দেশে তিনজনকেই অন্য স্কুলে বদলি করা হয়।
advertisement
advertisement
তবে দু’জন শিক্ষক নতুন স্কুলে যোগ দিলেও প্রধান শিক্ষিকা রেখা মাহাতো বদলি অমান্য করে আগের স্কুলেই থেকে যান। অভিযোগ, এই পরিস্থিতিতে নতুন করে যাঁরা এই বিদ্যালয়ে আসার কথা ছিল, তাঁরাও আসেননি প্রধান শিক্ষিকার উপস্থিতির কারণে। ফলে একজন শিক্ষিকা একা বিদ্যালয় চালালেও পঠনপাঠনের মান একেবারে তলানিতে এসে ঠেকে। অভিযোগ উঠেছে, স্কুলে প্রায়শই পঠনপাঠন হয় না, ছাত্ররাই নিচু শ্রেণির পড়ুয়াদের পড়ায়। এই পরিস্থিতিতে শিশুদের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন গিধনি পূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মুনমুন সিং সর্দার এবং জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান জয়দীপ হোতা। চেয়ারম্যান জয়দীপ হোতা জানান, “প্রধান শিক্ষিকার সঙ্গে দুই সহকর্মীর দীর্ঘদিনের বিবাদের জেরে বিদ্যালয়ে অচলাবস্থা তৈরি হয়। সেই কারণেই তাঁদের তিনজনকেই বদলি করা হয়েছিল। প্রধান শিক্ষিকা নির্দেশ অমান্য করেছেন। আমি তাঁকে শীঘ্রই কুড়ারিয়া প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের নির্দেশ দিয়েছি। কাদোপিন্ড্রা বিদ্যালয়ে তিনজন নতুন শিক্ষক পাঠান হবে।”
advertisement
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার বিদ্যালয়ে মিড ডে মিল রান্নাও হয়নি। অন্যদিকে প্রধান শিক্ষিকা রেখা মাহাতোর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ থাকায় মন্তব্য পাওয়া যায়নি। এখন দেখার বিষয়, নতুন শিক্ষক নিয়োগ ও প্রধান শিক্ষিকার বদলির মাধ্যমে বিদ্যালয়ের পঠনপাঠনে স্বাভাবিকতা ফেরে কি না।
তন্ময় নন্দী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 12, 2025 1:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram School: স্কুলে শিক্ষক-শিক্ষিকাদের ঝামেলা...! বদলিতেও শান্তি নেই, পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি, ক্ষোভ অভিভাবকদের