Jhargram News: নীলবাতির গাড়ি ছেড়ে সাইকেল...! হলটা কী জেলাশাসক, পুলিশ সুপারের, সাতসকালেই চমকে গেল ঝাড়গ্রাম
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Tanmoy Nandi
Last Updated:
Jhargram News: সাতসকালে ঝাড়গ্রামের রাস্তায় সাইকেলে জেলাশাসক ও পুলিশ সুপার। ঝাড়গ্রামে ঠিক হলটা কী? নীল বাতি দেওয়া গাড়ি ছেড়ে সাইকেলে কেন ঘুরছেন প্রশাসনিক কর্তারা?
ঝাড়গ্রাম: সাতসকালে ঝাড়গ্রামের রাস্তায় সাইকেলে জেলাশাসক ও পুলিশ সুপার। ঝাড়গ্রামে ঠিক হলটা কী? নীল বাতি দেওয়া গাড়ি ছেড়ে সাইকেলে কেন ঘুরছেন প্রশাসনিক কর্তারা? রাজ্যে বেড়ে চলেছে পথ দুর্ঘটনার হার, আর সেই দুর্ঘটনার হার কমাতে সচেতনতার প্রয়োজন। সাইকেল চালিয়ে পথ নিরাপত্তা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে পথে নামেন ঝাড়গ্রামের পুলিশ কর্মীরা। ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে উদযাপিত হল নিরাপত্তা সপ্তাহ।
এ দিন এই সাইকেল র্যালিটি দক্ষিণশোল থেকে শুরু হয়ে ডিয়ার পার্ক ঘুরে ঝাড়গ্রাম পুলিশ লাইনে গিয়ে শেষ হয়। এই বিশাল সাইকেল র্যালিতে অংশগ্রহণ করে ঝাড়গ্রাম পুলিশ জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা, জেলা শাসক সুনীল আগরওয়াল, মহকুমা শাসক শুভ্রজিৎ গুপ্তা, অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়াল জানান, ‘সাধারণ মানুষের সচেতনতার অভাব রয়েছে, তাদের সচেতনতা বৃদ্ধির জন্যই আমরা নানা নিয়ম চালু করেছি, যাতে দুর্ঘটনার পরিমাণ কমানো যায়।’
advertisement
advertisement
এদিন সাইকেল র্যালির পর ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিত সিনহা সাধারণ মানুষের জন্য বার্তা দেন। তিনি বলেন, “প্রত্যেক বছর জুলাই মাসে ঝাড়গ্রাম জেলা পুলিশ পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হয়। এবছরও আমরা বিভিন্ন সচেতনতামূলক শিবিরের পাশাপাশি সামাজিক অনুষ্ঠান করা হয়েছে। গত ১০ বছর ধরে সেফ ড্রাইভ সেভ লাইফ অনুষ্ঠানের মাধ্যমে সচেতন করার ফলে পথ দুর্ঘটনা অনেকটা কমেছে। সবার আগে মানুষকে বুঝতে হবে আর তা আমরা অনেকটা সচেতন করতে পেরেছি।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পথ নিরাপত্তা সপ্তাহ পালন কর্মসূচির শেষে ঝাড়গ্রাম পুলিশ লাইনে সাংবাদিকদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়। পথ দুর্ঘটনা থেকে মানুষকে আরও বেশি করে সচেতন করতে ঝাড়গ্রাম জেলা পুলিশ সর্বদা চেষ্টা করবে বলে জানান পুলিশ সুপার। প্রায় শতাধিক পুলিশ কর্মীকে নিয়ে সাইকেল র্যালির মধ্যে দিয়ে পালন পথ নিরাপত্তা সপ্তাহ।
advertisement
তন্ময় নন্দী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 09, 2025 3:46 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: নীলবাতির গাড়ি ছেড়ে সাইকেল...! হলটা কী জেলাশাসক, পুলিশ সুপারের, সাতসকালেই চমকে গেল ঝাড়গ্রাম