Weekend Trip to Jhargram: ঝিরঝিরে বৃষ্টিতে জঙ্গলের রোমাঞ্চ, পাহাড়-নদী-সবুজের সমারোহে মোড়া বেলপাহাড়ি! ঘুরে নিতে পারে দু’দিনেই

Last Updated:

Weekend Trip to Jhargram: শাল মহুয়ার ঘেরা জঙ্গলের মধ্যে পড়ন্ত বিকেলে খ্যাঁদারানির সৌন্দর্য মন ভরিয়ে দেবে। হ্রদের পাশেই রয়েছে একটি কংক্রিটের সেতু। সেখান থেকেই পাহাড়ের কোলে সূর্যের টুপ করে ডুব দেওয়া দেখতে দিব্যি লাগবে।

+
পড়ন্ত

পড়ন্ত বিকেলে খ্যাঁদারানির সৌন্দর্য 

ঝাড়গ্রাম: ভরা বর্ষায় চারিদিকে সবুজের মাঝে তিনদিকে তিনটি পাহাড় ঘেরা জলাধার। বেলপাহাড়ির বুকে রয়েছে এমন একটি জায়গা আগে কি কখনও গিয়েছেন এই স্থানে। বেলপাহাড়ি এসে এই স্থানটি না দেখলে আপনি মিস করবেন। জলাধারের অপরূপ শোভা। নামটা অদ্ভুত হলেও এই জলাধারের সৌন্দর্যে মুগ্ধ হবেন না, এমন মানুষ কমই আছেন। তিনদিকে তিনটি পাহাড় ঘেরা এই জলাধার পড়ন্ত বিকেল হয়ে ওঠে আরও মোহময়ী। আশপাশে রয়েছে শাল-মহুয়ার জঙ্গল। পাশ দিয়ে গিয়েছে কংক্রিটের সেতু। যেদিকে চোখ যায় শুধু সবুজ গাছ, তার মধ্যেই জলাধার। স্থানীয়রা একে খ্যাঁদারানি ড্যাম বলেন।
শাল মহুয়ার ঘেরা জঙ্গলের মধ্যে রয়েছে খ্যাঁদারানি হ্রদ। তার এমন নাম কেন, জানা নেই। তবে পড়ন্ত বিকেলে খ্যাঁদারানির সৌন্দর্য মন ভরিয়ে দেবে। হ্রদের পাশেই রয়েছে একটি কংক্রিটের সেতু। সেখান থেকেই পাহাড়ের কোলে সূর্যের টুপ করে ডুব দেওয়া দেখতে দিব্যি লাগবে। জায়গাটির আশপাশে তেমন জনবসতি নেই। এক দিকে জঙ্গলের মধ্যে হ্রদ, অন্য দিকে ঢেউ খেলানে সবুজ প্রান্তর।‌ যা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে পারবেন এখানে। কলকাতা থেকে আসা শম্পা হালদার বলেন, ‘চারিদিক সবুজ সতেজ তিনদিক পাহাড়ে ঘেরা জলাধার দেখতে ভাল লাগছে। বর্ষার সৌন্দর্য উপভোগ করতেই বেলপাহাড়িতে এসেছি। কলকাতার এত কাছে এত সুন্দর স্পট রয়েছে না এলে বুঝতে পারবেন না।’
advertisement
আরও পড়ুন: ঝিরিঝিরি বৃষ্টি! কংসাবতীর ধারে রাত্রিবাস! শনি-রবি কাটিয়ে আসুন হাতিপাথর থেকে, কত খরচ হবে?
মাত্র বছর দশেক পিছিয়ে গেলে ভারি বুটের আওয়াজে গমগম করত ছে এই স্থানের নাম শুনলেই প্রথমেই মাথায় আসত মাওবাদীদের কথা। মাও-ভয়ে জুজু হয়ে থাকা সেই বেলপাহাড়ি এখন পর্যটকদের কোলাহলে মুখর। গোটা জঙ্গলমহলে একের পর এক পর্যটন কেন্দ্র বর্ষায় পর্যটকে ঠাসা। কসবা থেকে আগত পর্যটক ধনঞ্জয় হালদার বলেন,’বর্ষার সময় একটা আউটিং এর প্রয়োজন ছিল অফিসের রুটিন ওয়ার্ক ছেড়ে মন ভাল করতে রওনা দিয়েছিলাম, চারিদিক সবুজ শান্ত প্রকৃতির মাঝে জলের আওয়াজ সত্যিই অসাধারণ।’
advertisement
advertisement
আরও পড়ুন: নদী, পাহাড়, সবুজ জঙ্গল! বর্ষার বৃষ্টিতেই উপচে পড়া যৌবন! সপ্তাহান্তে টুক করে ঘুরে আসার হাতের কাছেই পারফেক্ট স্পট এই জায়গা
কীভাবে যাবেন-খ্যাঁদারানি হ্রদে। প্রথমে ট্রেনে বা বাসে ঝাড়গ্রাম। সেখান থেকে মাত্র ৩৭ কিমি পথ বেলপাহাড়ি।সেখান থেকে জলাধারের দূরত্ব মোটামুটি ৯ কিমি। বেলপাহাড়ি থেকে হদরা মোড় হয়ে গোয়ালবেড়া গ্রাম। এর পর ডানদিকে গাড়ি ঘুরিয়ে কিছুটা কাঁচা রাস্তা। জঙ্গল পাথুরে ও মোরামের পথ পেরোলেই পৌঁছে যাবেন খ্যাঁদারানি হ্রদে। এখানে এসে থাকতেও পারেন রয়েছে একটি রিসর্ট। ঝাড়গ্রাম শহর থেকে গাড়িতে বেলপাহাড়ি ৩৭ কিলোমিটার। ঝাড়গ্রাম গিয়ে সেখান থেকে গাড়ি নিয়েও ঘুরে দেখা যায় জলাধারটি।
advertisement
তন্ময় নন্দী
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Weekend Trip to Jhargram: ঝিরঝিরে বৃষ্টিতে জঙ্গলের রোমাঞ্চ, পাহাড়-নদী-সবুজের সমারোহে মোড়া বেলপাহাড়ি! ঘুরে নিতে পারে দু’দিনেই
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement