Monsoon Weekend Trip: নদী, পাহাড়, সবুজ জঙ্গল! বর্ষার বৃষ্টিতেই উপচে পড়া যৌবন! সপ্তাহান্তে টুক করে ঘুরে আসার হাতের কাছেই পারফেক্ট স্পট এই জায়গা

Last Updated:

Monsoon Weekend Trip: বর্ষার উইকেন্ডের ছুটি কাটাতে পর্যটকদের সেরা ঠিকানা হয়ে উঠেছে ঝাড়গ্রামের এই জায়গা। উপচে পড়ছে ভিড়।

+
বেলপাহাড়ি

বেলপাহাড়ি

ঝাড়গ্রাম: বর্ষার মরসুমে পর্যটকশূন্য রাজ্যের একাধিক পর্যটনস্থল কিন্তু ভরা বর্ষায় উপচে পড়া ভিড় জঙ্গলমহলে। বর্ষার উইকেন্ডের ছুটি কাটাতে পর্যটকদের সেরা ঠিকানা হয়ে উঠেছে বেলপাহাড়ি। বর্ষার মরসুম শুরু হতেই আগমন ঘটেছে পর্যটকদের। রাজ্যের অন্যান্য পর্যটন ক্ষেত্রগুলি পর্যটক শূন্য হলেও বর্ষায় জঙ্গলমহলে বৃদ্ধি পেয়েছে পর্যটকের সংখ্যা। পুজোর সময় মধুচন্দ্রিমা হোক বা বর্ষায় সোলো ট্রিপ, কিংবা শীতের ছুটিতে বন্ধুদের সঙ্গে রিইউনিয়ন, ছুটি কাটানোর আদর্শ ঠিকানা হয়ে উঠেছে বেলপাহাড়ি। বর্ষায় ঘাঘরা, তারাফেনী ব্যারাজ, কানাইসর পাহাড়, ঢাঙ্গিকুসুমের রূপ উপভোগ করতে পর্যটকেরা হাজির বেলপাহাড়িতে। বেলপাহাড়ি ট্যুরিজমের মুখপাত্র বিধান দেবনাথ জানান, ‘বেলপাহাড়ির ভরা যৌবন বর্ষাকাল, বৃষ্টি শুরু হওয়ার পর থেকেই পর্যটকের সংখ্যা বেড়েছে। প্রতিদিনই বেলপাহাড়িতে পর্যটকদের আনাগোনা লেগে থাকে তবে উইকএন্ডেগুলোতে পর্যটনের সংখ্যা বেশি থাকে।’
বর্ষার বিকেল কালো মেঘ আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে নদী-পাহাড় ও সবুজ জঙ্গল ঘেরা বেলপাহাড়িতে ভ্রমণ আপনার অনুভূতি এক অন্য জায়গায় নিয়ে যাবে। বর্ষায় প্রকৃতির অপরূপ সৌন্দর্য ফুটে ওঠে তার স্বাদ নিতে পর্যটকেরা আসছেন এখানে। বর্ষায় পাহাড় আরও সবুজ হয়ে ওঠে। নদী, জলপ্রপাতও ফুলেফেঁপে ওঠে। তবে ভয়ও কম নেই। অতি বৃষ্টি, ধস— এই সব কিছুর ভয় রয়েছে। প্রকৃতি কখন রূপ বদলায় কেউ জানে। তাই বর্ষায় এই সব ঝুঁকি পূর্ণ এলাকায় পর্যটকরা আসছেন বেলপাহাড়িতে। কলকাতার উত্তরপাড়া থেকে আগত পর্যটক অয়ন চক্রবর্তী বলেন, ‘রিমঝিম বৃষ্টির মধ্যে সবুজ অরণ্য দেখে খুব ভাল লাগে তাই বারবার এখানে আসি। এখানকার নদী পাহাড়গুলো আমাদের খুব আকর্ষিত করে।’
advertisement
advertisement
ঝাড়গ্রামের এই জায়গায় পাথরের উপর দিয়ে কুলু কুলু শব্দে বয়ে যাচ্ছে নদীর জল। তাই ঘাঘরার সৌন্দর্য সম্পূর্ণ উপভোগ করতে চাইলে বর্ষাকালে যাওয়াই শ্রেয়। এখানে রয়েছে একটি গিরিখাতও। ঘাঘরার কাছেই রয়েছে তারাফেনি জলাধার। ঘন সবুজের মাধ্যে টলটলে জলের এই জলাধারটি দেখতে বেশ লাগে। শালে ঘেরা জঙ্গলের মধ্যে রয়েছে খ্যাঁদারানি হ্রদ। পড়ন্ত বিকেলে খ্যাঁদারানির সৌন্দর্য মন ভরে যাবে। হ্রদের পাশে রয়েছে একটা সেতু। সেখান থেকেই সূর্যাস্ত দেখতেও দিব্যি লাগবে। জায়গাটি একেবারেই নিরিবিলি, আশপাশে তেমন জনবসতি নেই। বেলপাহাড়ির বাসিন্দা মনোরঞ্জন দাস বলেন, ‘এবছর আবহাওয়া ভালথাকার কারণে ভাল পর্যটকের আগমন ঘটেছে বেলপাহাড়িতে।’
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্ষায় এখানকার নদী, জলপ্রপাত, পাহাড়ি গ্রামগুলি মায়াবী হয়ে উঠে। না এলে আপনি মিস করবেন। এই বর্ষায় তারাফেনী ব্যারেজ ছাড়াও আপনি ঘুরে দেখতে পারেন ঘাগরা জলপ্রপাত, খাঁদারানী ড্যাম, কানাইসর পাহাড়, সাদা পাহাড়, হাঁসা ডুঙ্গরি সহ নানা স্পট।
advertisement
তন্ময় নন্দী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Monsoon Weekend Trip: নদী, পাহাড়, সবুজ জঙ্গল! বর্ষার বৃষ্টিতেই উপচে পড়া যৌবন! সপ্তাহান্তে টুক করে ঘুরে আসার হাতের কাছেই পারফেক্ট স্পট এই জায়গা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement