Janmashtami 2023: বাজারে অগ্নিমূল্য পাকা তাল! জন্মাষ্টমীতে রেডিমেড তালের বড়া কিনতে ভিড় ক্রেতাদের
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:MAINAK DEBNATH
Last Updated:
Janmashtami 2023: শোনা যায়, বাসুবেদ কৃষ্ণকে নন্দরাজের কাছে রেখে আসার পর গোকুলে কৃষ্ণের আবির্ভাব উপলক্ষে নন্দ উৎসবেই প্রথম খাওয়া হয়েছিল তালের বড়া।
নদিয়া: শোনা যায়, বাসুবেদ কৃষ্ণকে নন্দরাজের কাছে রেখে আসার পর গোকুলে কৃষ্ণের আবির্ভাব উপলক্ষে নন্দ উৎসবেই প্রথম খাওয়া হয়েছিল তালের বড়া। কৃষ্ণের অতি প্রিয় এই খাবারটি ভালবাসেন সকলেই। প্রচলিত রীতি রয়েছে, ভাদ্র মাসে কৃষ্ণের জন্ম মাস, অন্যান্য ফল খুব বেশি না থাকলেও, তাল গাছে তাল হয়ে থাকে প্রচুর৷ তাই কৃষ্ণের ৫৬ ভোগে তালের পদ দেওয়া হয়। এটা ছাড়া ভোগ অসম্পূর্ণ বলে মনে করা হয়।
তবে, হ্যাঁ জন্মাষ্টমী এবার বেশ কিছুদিন পিছিয়ে। আর তাতেই তাল হয়ে উঠেছে তালেবর! আর সেই কারণেই তাল খুঁজতে বেতাল হয়ে পড়ছেন গৃহস্থরা। ১৫-২০ টাকার তাল বিকোচ্ছে ২০০- ৫০০ টাকায়! ভোজ্য তেল, নারকেল অন্যান্য উপকরণেরও দাম অগ্নি মূল্য তাই গৃহিণীরা তালকানা হয়ে ছুটছেন মিষ্টির দোকানে। এই সুযোগে মিষ্টান্ন ব্যবসায়ীরাও, তালক্ষীর, তালেরবড়া-সহ নানান মিষ্টান্নর সঙ্গে পসরা সাজিয়ে নিয়ে বসে আছেন। সন্ধ্যা থেকেই তালের বড়া বিক্রি করা বিভিন্ন মিষ্টির দোকানে মাছি গলারও জায়গা নেই।
advertisement
advertisement
রানাঘাটের বাসিন্দা মলয় কুমার নন্দী আজ সকালে বাজারে গিয়ে, তালের স্বাদ নিয়েছেন চোখে, পরবর্তীতে হাতে কিন্তু দাম শুনে জিভে নেওয়ার সামর্থ্য হয়নি। তাই এবার তালবিহীন গোপাল ভোগ দিতে চলেছেন তিনি। এর পেছনে অবশ্য তিনি ঘরে ঘরে গোপালপুজো বৃদ্ধির কারণ দেখিয়েছেন। শান্তিপুর কাশ্যপ পাড়ার বহু পুরানো পশুপতি মিষ্টান্ন ভান্ডারের দোকানে অনিতা ইন্দ্র বলেন, ইদানিং ছোট ছোট পরিবারে ঝামেলা ঝঞ্ঝাট, তারপর সমাজে ইঁদুর দৌড়ে সময়ের অভাব। সেই কারণেই নারকেল নাড়ু, তালের বড়া, নানান পিঠে কেনার তাগিদে দোকানে আসেন সাধারণ মানুষ।
advertisement
তালের বড়া মিষ্টির দোকানে কিনতে আসা অতসী প্রামাণিক জানালেন, ঠাকুরের জিনিস বাড়িতে বানালে ছোঁয়াছুয়ি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই মিষ্টির দোকান থেকে কেনা নিরাপদ। যদিও ওই বাজারেরই ফল বিক্রেতা বিশ্বজিৎ কুন্ডু জানান এবারে জন্মাষ্টমী কিছুটা দেরিতে তাই গাছে তাল নেই, দাম তো বাড়বেই। ফুলিয়ার ফল বিক্রেতা অমর বিশ্বাস বলেন ৩০ বছর ধরে ফলের ব্যবসা করছি, দোকানে আপেল, আঙ্গুর, নাশপাতি, কিসমিস বিক্রি করি তবে এবারে সংযোজন হয়েছে তাল।
advertisement
ফুলিয়ার বাজারের আর এক বিক্রেতা অসীম সিকদার বলেন, দাম বৃদ্ধি নিয়ে খরিদ্দারকে বোঝাতে গিয়ে মাথা খারাপ সকাল থেকে। বরং কলকাতা গেলে, এখানকার দু-আড়াইশো টাকার তাল সেখানে অনায়াসে ৫০০ টাকায় বিক্রি হতো।
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 07, 2023 1:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Janmashtami 2023: বাজারে অগ্নিমূল্য পাকা তাল! জন্মাষ্টমীতে রেডিমেড তালের বড়া কিনতে ভিড় ক্রেতাদের