Jangipur Hospital : জঞ্জালে ভর্তি হাসপাতাল, নাজেহাল রোগীরা! আসরে নামলেন সাংসদ, এসপি, বিধায়ক! মেগা অভিযানে চমক

Last Updated:

Jangipur Hospital : জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ছিল আবর্জনার স্তূপ। শেষে উদ্যোগী হলেন সাংসদ, বিধায়ক, এসপি।

+
জঙ্গিপুর

জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতাল

জঙ্গিপুর, তন্ময় মন্ডল : জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা করাতে আসেন বহু মানুষ। তবে এই হাসপাতাল পরিস্কার করা হলেও জঞ্জালে ভর্তি থাকে হাসপাতাল চত্বরে। অবশেষে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতেই সাধুবাদ জানালেন সাধারণ মানুষ। হাসপাতালের জঞ্জালে নাজেহাল হচ্ছিলেন রোগী থেকে রোগী আত্মীয়রা।
সেই জঞ্জাল সফাইয়ে জঙ্গিপুর সুপার স্পেসালিটি হাসপাতালে সাফাই অভিযানে শামিল হলেন জঙ্গিপুর পুলিশ জেলার এসপি অমিত কুমার সাউ থেকে সাংসদ খলিলুর রহমান, বিধায়ক জাকির হোসেনরা। ছিলেন জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান। হাসপাতালের সুপার জানিয়েছেন, এদিন মেগা সাফাই অভিযান করা হয়েছ। এই হাসপাতালে ৬৫০ বেড আছে। রোগী বেশি হলেও আমরা ভর্তি করি। আমরা নতুন বেডের যায়গার জন্য জানিয়েছি। সমাধানের পথ বেরোবে।
advertisement
advertisement
অনেকেই মনে করেন, জঙ্গিপুর হাসপাতালকে জেলা হাসপাতাল করা গেলে সুবিধা হয়। উল্লেখ্য, জঙ্গিপুর বর্তমানে পুলিশ জেলা হিসেবেই পরিচিত। এখানে চিকিৎসার ওপর নির্ভর করে থাকেন সাধারণ মানুষজন। সঙ্গে ঝাড়খণ্ডের পাকুড়ের একটা অংশ চিকিৎসার জন্য ছুটে আসেন এই জঙ্গিপুরে। কিন্তু দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থা ছিল এই সুপার স্পেশালিটি হাসপাতালে। আবর্জনায় ভর্তি হয়েছিল হাসপাতাল চত্ত্বর।
advertisement
পনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
হাসপাতালের সুপার কাশীনাথ পাঁজা জানিয়েছেন, এদিন মেগা সাফাই অভিযান করা হয়েছ। এর ফলে হাসপাতালে আসা রোগী থেকে তাঁদের পরিবার পরিজন, স্বাস্থ্যকর্মী সকলের সুবিধা হবে। অন্যদিকে, মুর্শিদাবাদের জেলা শাসক নীতিন সিংহানিয়া মুর্শিদাবাদ জেলার বিভিন্ন হাসপাতালকে পরিচ্ছন্ন রাখতে উদ্যাগ গ্রহণ করেছেন বলেই জানা গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jangipur Hospital : জঞ্জালে ভর্তি হাসপাতাল, নাজেহাল রোগীরা! আসরে নামলেন সাংসদ, এসপি, বিধায়ক! মেগা অভিযানে চমক
Next Article
advertisement
Saudi Arabia Bus Accident: মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, সৌদি আরবে মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ অনেকে
মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ বহু
  • সৌদি আরবের মদিনায় ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • অন্তত ৪২ জন ভারতীয়ের মৃত্যুর আশঙ্কা৷

  • মক্কা থেকে মদিনা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে তীর্থযাত্রীরা৷

VIEW MORE
advertisement
advertisement