Durga Puja 2024: পরিবেশ বাঁচাতে জঙ্গলমহলের দুর্গাপুজোর থিম 'লাল মাটির মা'!
- Reported by:Buddhadev Bera
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
Durga Puja: ঝাড়গ্রাম জেলার জামবনী ব্লকের গিধনী এলাকার গিধনী স্পোর্টিং সর্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপুজোর এবারের থিম "লাল মাটির মা"।
ঝাড়গ্রাম : দিনের পর দিন হারিয়ে যাচ্ছে মাটির জিনিসপত্র। বাজার দখল করছে থার্মোকল এবং প্লাস্টিক। ভারসাম্য হারাচ্ছে পরিবেশ,বাড়ছে দূষণের মাত্রা। পরিবেশকে সুস্থ রাখতে এবং মাটির কাজের সঙ্গে যুক্ত শিল্পীদের বাঁচিয়ে রাখতে দুর্গা পুজোর মণ্ডপে অভিনব উদ্যোগ পুজোর উদ্যোক্তাদের।
ঝাড়গ্রাম জেলার জামবনী ব্লকের গিধনী এলাকার গিধনী স্পোর্টিং সর্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপুজোর এবারের টিম “লাল মাটির মা”। প্রায় চার হাজারেরও বেশি মাটির হাঁড়ি দিয়ে তৈরি করা হয়েছে মন্ডপ। মন্ডপ মাটির তৈরি হাঁড়ি ,প্রদীপ, গ্লাস, থালা, বাটি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। মন্ডপের সামনেই আস্ত দুর্গাও তৈরি করা হয়েছে মাটির হাড়ি গ্লাস ও মাটির নানা সামগ্রী দিয়ে।
advertisement
আরও পড়ুন- মেডিক্যাল কলেজগুলিতে এখনও পর্যন্ত কী কী পদক্ষেপ করা হয়েছে? জুনিয়র ডাক্তারদের রিপোর্ট দিল রাজ্য সরকার
গিধনী স্পোর্টিং সর্বজনীন দুর্গোৎসব কমিটির সম্পাদক তনয় চক্রবর্তী বলেন, “এই বছর আমাদের এই পুজো ৮০ তম বর্ষে পদার্পণ করেছে। পুজোর থিম লাল মাটির মা। বর্তমান দিনে থার্মোকল এবং প্লাস্টিকের জিনিসপত্র মাটির তৈরি জিনিসের জায়গা দখল করে নিয়েছে। ফলে প্লাস্টিক এবং থার্মোকলের জিনিসপত্র ব্যবহারের কারণে পরিবেশের যেমন দূষণ হচ্ছে ঠিক মানুষেরও শরীরের নানা ক্ষতি হচ্ছে। তাই প্রকৃতির উপর ভরসা রাখার জন্য এবং মাটির কাজের সঙ্গে জড়িত শিল্পীরা যেন না হারিয়ে যায় সেই কথা মাথায় রেখে প্রায় চার হাজারেরও বেশি মাটির হাঁড়ি দিয়ে আমাদের মন্ডপ তৈরি করা হয়েছে। উদ্দেশ্য একটাই মানুষ যেন মাটির তৈরি হাড়ি, কলসি ব্যবহার করে। নিজেদের সুস্থ থাকার পাশাপাশি পরিবেশও যেন সুস্থ রাখে তারা”।
advertisement
advertisement
আরও পড়ুন- সবুজ এই শাক ‘পাওয়ার হাউজ’! খেলেই কমে মানসিক চাপ, হৃদরোগ, সুগার নেমে যাবে নিমেষে!
প্রতিবছর এই পুজো কমিটি পুজোতে বিশেষ চমক দেওয়ার পাশাপাশি সমাজকেও বার্তা দিয়ে থাকে সমাজ সচেতনতার। তারই একটি অঙ্গ হিসেবে এবারের থিম লাল মাটির মা। যা দেখতে ভীর জমছে দর্শনার্থীদের।
বুদ্ধদেব বেরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 11, 2024 8:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2024: পরিবেশ বাঁচাতে জঙ্গলমহলের দুর্গাপুজোর থিম 'লাল মাটির মা'!








