Purulia News: শীতে পুরুলিয়ায় জনপ্রিয় হয়ে উঠেছে গুড় বাদাম! বিক্রেতার মাসিক আয় শুনলে অবাক হবেন

Last Updated:

শীতে পুরুলিয়ায় ট্রেন্ডিং-এ চলছে ভিন রাজ্যের এই খাবার, কত টাকা কেজি জানুন!

+
গুরবাদাম

গুরবাদাম বিক্রি পুরুলিয়ায়

পুরুলিয়া , শর্মিষ্ঠা ব্যানার্জি: শীত মানেই কনকনে ঠান্ডা আর গুড়ের গন্ধ। এই সময় সর্বত্র দেখতে পাওয়া যায় গুড়ের তৈরি রকমারি খাবার। এ বছর শীতে পুরুলিয়ায় নজর কাড়ছে মুরাদাবাদের গুড় বাদাম। আর এই গুড়বাদাম বিক্রি করেই লক্ষীলাভ করছে এক বাদাম বিক্রেতা।
মুরাদাবাদ থেকে তৈরি হয়ে আসে এই গুড়বাদাম। যা কিনতে বহু মানুষ ভিড় জমাচ্ছেন। ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই গুড়বাদাম। খেতেও দারুণ সুস্বাদু। এই গুড়বাদাম বিক্রি করেই প্রতি মাসে প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত আয় করছেন ওই বিক্রেতা। এর মধ্যে দিয়েই তিনি স্বনির্ভরতার পথ পেয়েছেন।
advertisement
advertisement
এ বিষয়ে বাদাম বিক্রেতা আরবাজ খান বলেন, ইউপির মুরাদাবাদ থেকে তিনি এসেছেন। তিনি প্রতিবছর শীতের এই সিজনে পুরুলিয়ায় আসেন। ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত থাকেন তারপর বাড়ি ফিরে যান। ছোলা , বাদাম , গুড়বাদাম বিভিন্ন জিনিস নিয়ে তিনি বিক্রি করেন।
তার মধ্যে সবথেকে বেশি চাহিদা থাকে গুড় বাদামের। ২৫০ টাকা প্রতি কেজি হিসাবে তিনি এই গুড় বাদাম বিক্রি করেন। মাসে প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা গুড় বাদাম বিক্রি করে আয় করেন তিনি। এখানকার মানুষ এই গুড় বাদাম কিনতে খুবই পছন্দ করেন।
advertisement
এ বিষয়ে ওই দোকানে গুড় বাদাম কিনতে আসা এক ক্রেতা রাজু গড়াই বলেন, তিনি এই প্রথমবার গুড় বাদাম কিনলেন।‌ এর আগে তিনি এই ধরনের গুড়বাদাম দেখেননি। একেবারে ইউনিক দেখতে বলেই তিনি এই গুড়বাদাম কিনতে এসেছেন। শীতের সময়তেই এই ধরনের খাবার পাওয়া যায় মুরাদাবাদের এই গুড়বাদাম যথেষ্ট সাড়া ফেলেছে সব জায়গাতেই।
advertisement
শুধু পুরুলিয়ার শহর নয় জেলার অন্যান্য জায়গা থেকেও ক্রেতারা ভিড় করছেন এই বাদাম কিনতে। পুরুলিয়া শহরের সাহেব বাঁধের কাছেই এই গুড় বাদাম বাদাম বিক্রি হতে দেখা যাচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: শীতে পুরুলিয়ায় জনপ্রিয় হয়ে উঠেছে গুড় বাদাম! বিক্রেতার মাসিক আয় শুনলে অবাক হবেন
Next Article
advertisement
ভারতের হামলার ৬ মাস পরেও পাকিস্তানের যা হাল! মেরামত চলছে সামরিক ঘাঁটিগুলিতে...স্যাটেলাইট চিত্রে ধরা পড়ল গোপন সত্যি!
অপারেশন সিঁদুরের ৬ মাস পরেও পাকিস্তানের যা হাল! স্যাটেলাইট চিত্রে ধরা পড়ল গোপন সত্যি
  • নতুন উপগ্রহচিত্রে দেখা গেছে, ভারতের হামলার ছয় মাস পরও পাকিস্তানের নুর খান এয়ারবেসে মেরামত চলছে.

  • জেকবাবাদ এয়ারবেসের উপগ্রহচিত্রে দেখা গেছে, ভারতীয় আক্রমণে ক্ষতিগ্রস্ত হ্যাঙ্গারের মেরামত এখনও চলছে.

  • ২০২৫ সালের মে মাসে ভারত অপারেশন সিঁদুর শুরু করে, পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে.

VIEW MORE
advertisement
advertisement