ভারতের হামলার ৬ মাস পরেও শেষ হল না বিমানঘাঁটি মেরামতির কাজ! পাকিস্তানের স্যাটেলাইট ছবি প্রকাশ্যে আসতেই তোলপাড়
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
ভারত-পাকিস্তান দ্বন্দের প্রায় ছয় মাস কেটে গিয়েছে। মে মাসে ভারতীয় সেনার আঘাত হানার ফলে ক্ষতিগ্রস্থ বিমানঘাঁটি মেরামত করছে পাকিস্তান।
নয়াদিল্লি: ভারত-পাকিস্তান দ্বন্দের প্রায় ছয় মাস কেটে গিয়েছে। মে মাসে ভারতীয় সেনার আঘাত হানার ফলে ক্ষতিগ্রস্থ বিমানঘাঁটি মেরামত করছে পাকিস্তান। সাম্প্রতিক উপগ্রহ চিত্রে পাকিস্তানের অভ্যন্তর থেকে ধরা পড়েছে তেমনই ছবি। পাকিস্তানের নুর খান বিমানঘাঁটি সংস্কারের ছবি দেখা গিয়েছে।
ওপেন সোর্স ইন্টেলিজেন্স (তদন্তকারী)-এর বিশ্লেষক এবং বিশেষজ্ঞ ডেমিয়েন সাইমন ওই সমস্ত ছবি এবং স্যাটালাইট ইমেজের প্রমাণ দিয়েছেন। ডেমিয়েন সাইমনই সেই ব্যক্তি যিনি পূর্বে দাবি করেছিলেন অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের কিরানা হিলসের পারমানবিক অস্ত্র সংরক্ষণাগারকে লক্ষ্য করে অস্ত্র ছুঁড়েছিল ভারতীয় সেনা। বর্তমানে পাকিস্তানের রাওয়ালপিণ্ডির নুর খান বিমান ঘাঁটির মেরামতের উপগ্রহ চিত্র পোস্ট করে তিনি লিখেছেন, ভারতীয় সেনার হামলাতেই ক্ষতিগ্রস্থ হয়েছে এই ঘাঁটি।
advertisement
advertisement
‘পাকিস্তান নূর খান এয়ারবেসে একটি নতুনভাবে নির্মাণ করেছে বলে মনে হচ্ছে। সেই স্থানে যা ভারত ২০২৫ সালের মে মাসে সংঘর্ষের সময় লক্ষ্যবস্তু করেছিল’, ১৬ নভেম্বর পোস্ট করেছে ডেমিয়েন সাইমন।
advertisement
উত্তর সিন্ধের জ্যাকোবাবাদ এয়ারবেসের আরেকটি আঘাতস্থলের চিত্র দেখায় যে ভারতীয় আক্রমণে ক্ষতিগ্রস্ত হ্যাঙ্গারটি এখনও মেরামতের অধীনে রয়েছে। ছাদটি অংশে অংশে সরানো হয়েছে, একটি প্রক্রিয়া যা সাইমন বলেছেন যে সম্পূর্ণ পুনরুদ্ধারের আগে কাঠামোগত ক্ষতির পরিমাণ নির্ধারণের সাথে সম্পর্কিত। “গত কয়েক মাসের চিত্রগুলি প্রকাশ করে যে জ্যাকোবাবাদ এয়ারবেসে ভারত দ্বারা লক্ষ্যবস্তু করা হ্যাঙ্গারটির ছাদ পর্যায়ক্রমে সরানো হয়েছে- সম্ভবত অভ্যন্তরীণ ক্ষতির পরীক্ষা অব্যাহত থাকায় কাঠামোটি মেরামত করার আগে,” তিনি ১৫ নভেম্বর লিখেছেন। সাম্প্রতিক চিত্রগুলি থেকে স্পষ্ট ভারতীয় সেনার হামলায় হওয়া ক্ষয়ক্ষতির মেরামতি এখনও সম্পূর্ণ করে উঠতে পারেনি পাকিস্তান।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 18, 2025 2:07 PM IST

