দুর্গাপুজোর পর জগদ্ধাত্রী পুজোতেও বৃষ্টির কোপ, দুর্যোগ মাথায় নিয়ে উদ্ধোধন! তাতেও উৎসাহে কমতি নেই দর্শকদের

Last Updated:

Jagadhatri Puja 2025 : বৃষ্টি মাথায় নিয়ে উদ্বোধন চন্দ্রকোনার সর্বজনীন জগদ্ধাত্রী পুজোর। আলোর রেশনাই, সঙ্গে থিমের মণ্ডপ, নজরকাড়া প্রতিমা গড়ে দর্শনার্থীদের নজর কেড়েছে এই পুজো।

প্রতিকী ছবি
প্রতিকী ছবি
চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর, সুকান্ত চক্রবর্তী : বৃষ্টি মাথায় নিয়ে উদ্বোধন হল চন্দ্রকোনার সর্বজনীন জগদ্ধাত্রী পুজো ও মিলন মেলার। আলোর রেশনাই, সঙ্গে থিমের মন্ডপ, নজরকাড়া প্রতিমা গড়ে কয়েক বছর ধরেই দর্শনার্থীদের নজর কেড়েছে চন্দ্রকোনা জগদ্ধাত্রী পুজো ও মিলনমেলা কমিটি। চন্দ্রকোনার সুরেরহাটে জগদ্ধাত্রী পুজো বিধায়ক অরূপ ধাড়ার পুজো হিসাবে পরিচিত।
পুজোর উদ্বোধন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি অজিত মাইতি, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ জেলা ও মহকুমা প্রশাসনের আধিকারিকেরা। চন্দ্রকোনা বিধায়ক অরূপ ধাড়া জানান, পুজোর চারদিন নানা শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে বসেছে মিলন মেলাও।
advertisement
advertisement
জগদ্ধাত্রী পুজোর আনন্দে মেতে উঠেছেন স্থানীয় মানুষজন। উদ্যোক্তারা আশা প্রকাশ করেছেন, তাদের এই মণ্ডপে ব্যাপকমাত্রায় জনসমাগম হবে। বৃষ্টির কারণে মানুষের বাইরে বেরোতে একটু অসুবিধা হচ্ছে। কিন্তু আকাশ পরিস্কার হয়ে গেলেই দুর্গাপুজো, কালীপুজোর মতো জগদ্ধাত্রী পুজোয় আনন্দে মেতে উঠবেন সকলে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
অন্যদিকে মণ্ডপ ও সংলগ্ন এলাকায় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রয়েছে প্রশাসন ও উদ্যোক্তাদের। সবমিলিয়ে মানুষজন যাতে জগদ্ধাত্রী পুজোর আনন্দে সমানভাবে সামিল হতে পারেন, সেই প্রচেষ্টা করা হয়েছে। পুজোর সঙ্গে মেলা দর্শনার্থীদের কাছে বাড়তি পাওনা হয়ে উঠেছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দুর্গাপুজোর পর জগদ্ধাত্রী পুজোতেও বৃষ্টির কোপ, দুর্যোগ মাথায় নিয়ে উদ্ধোধন! তাতেও উৎসাহে কমতি নেই দর্শকদের
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement