East Medinipur News: বিনা খরচে খাল সংস্কার! রাজ্যে প্রথম ঘটবে এমন কাণ্ড
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SAIKAT SHEE
Last Updated:
সংস্কার খরচ যাতে উঠে আসে, অর্থাৎ কোষাগরের উপর যাতে চাপ না পরে তার জন্য এই খাল সংস্কার করে সেখান থেকে যা বালি এবং মাটি উঠবে পুরোটাই টেন্ডার ডেকে বিক্রি করার উদ্যোগ নিয়েছে সেচ দফতর
পূর্ব মেদিনীপুর: বিনা খরচে হবে খাল সংস্কার। রাজ্যের মধ্যে প্রথম এই ধরনের উদ্যোগ নেওয়া হল পূর্ব মেদিনীপুর জেলায়। প্রতিবছর বর্ষার সময় জল নিকাশি নিয়ে জেলার বিভিন্ন প্রান্তে মানুষের ক্ষোভ দেখা যায়। মূলত খালগুলি সংস্কারের অভাবে এবং খালপাড়ে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ জল নিকাশির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তার ফলেই বর্ষায় স্বাভাবিক বা নিম্নচাপের বৃষ্টির হলেই নিচু এলাকাগুলো দ্রুত জলের তলায় চলে যায়। এই পরিস্থিতি পাল্টাতেই উদ্যোগ নিয়েছে প্রশাসন।
সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলার বেহাল নিকাশি ব্যবস্থা নিয়ে মানুষের ক্ষোভ চরমে ওঠে। তমলুক, ময়না, পাঁশকুড়া সহ বিভিন্ন এলাকায় জাতীয় সড়ক এবং রাজ্য সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা। এরপরই জল নিকাশি ব্যবস্থার সমস্যা সমাধান করতে বিশেষ উদ্যোগ নিল প্রশাসন। এই বিষয়ে জেলা প্রশাসনের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডিস্ট্রিবিউশন অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন। তাদের মাধ্যমেই পরীক্ষামূলকভাবে তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লকের অন্তর্গত রূপনারায়ণ থেকে প্রায় ১৬ কিলোমিটার বিস্তীর্ণ গঙ্গা খালটি পূর্ণাঙ্গ সংস্কারের বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সংস্কার খরচ যাতে উঠে আসে, অর্থাৎ কোষাগরের উপর যাতে চাপ না পরে তার জন্য এই খাল সংস্কার করে সেখান থেকে যা বালি এবং মাটি উঠবে পুরোটাই টেন্ডার ডেকে বিক্রি করার উদ্যোগ নিয়েছে সেচ দফতর।
advertisement
advertisement
এই পুরো প্রক্রিয়াটি সফল করতে ডিপিআর তৈরি করে রাজ্যের কাছে পাঠিয়েছে জেলা সেচ বিভাগ। সেখান থেকেই সবুজ সঙ্কেত আসতেই চুক্তিপত্র শহীদ হয়ে গিয়েছে। সেচ দফতরের এক কর্তা জানিয়েছেন, এতদিন অবধি খাল সংস্কারের ক্ষেত্রে কোটি কোটি টাকা খরচ করতে হচ্ছিল সরকারকেই। বর্তমান পরিস্থিতিতে সমস্ত দিক খতিয়ে দেখে এই পদ্ধতিতে খাল সংস্কার করলে বালি, মাটি বিক্রির টাকায় প্রায় পুরো খরচটাই উঠে আসবে। যার ফলে খাল সংস্কার করার জন্য প্রকৃত অর্থে আলাদা কোনও খরচ হবে না। এই উদ্যোগ রাজ্যের মধ্যে প্রথম বলা যেতে পারে। এটা সফল হলে আগামী দিনে জেলার বাকি খালগুলিকেও দ্রুত এই প্রক্রিয়ায় সংস্কার করা হবে বলে তিনি জানিয়েছেন।
advertisement
সৈকত শী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 13, 2023 5:40 PM IST