Actor Asrani's Wife: ‘আমার মৃত্যুর পর...’ স্বামীর শেষ ইচ্ছে এভাবেই পূর্ণ করলেন প্রয়াত কৌতুকাভিনেতা আসরানির স্ত্রী

Last Updated:

Actor Asrani's Wife:দীপাবলির রাতে তাঁর মৃত্যুর খবর ভক্ত এবং চলচ্চিত্র জগতকে হতবাক করে দেয়।

অভিনেতা আসরানি ও তাঁর স্ত্রী  মঞ্জু
অভিনেতা আসরানি ও তাঁর স্ত্রী মঞ্জু
মুম্বই: দীপাবলিতেই নিভেছে হাসির আলো। বিনোদন জগতে দীর্ঘ যুগের অবসানে প্রয়াত কৌতুকাভিনেতা গোবর্ধন আসরানি, দর্শকদের প্রিয় আসরানি। বা ‘শোলে’ সিনেমার সেই ইংরেজ আমলের জেলার। গত ২০ অক্টোবর, সোমবার সন্ধ্যায় ৮৪ বছর বয়সে প্রয়াত হন অভিনেতা। শারীরিক অসুস্থতা সংক্রান্ত জটিলতার কারণে প্রায় পাঁচ দিন হাসপাতালে ভর্তি থাকার পর তিনি মুম্বইয়ের জুহুর আরোগ্য নিধি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ডাক্তাররা জানিয়েছেন যে ফুসফুসে তরল জমা হয়ে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে।
সোমবার সন্ধ্যায়ই সান্তাক্রুজ শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়, শুধুমাত্র ঘনিষ্ঠ পরিবারের সদস্যদের উপস্থিতিতে একটি শোকস্তব্ধ অনুষ্ঠানে। দীপাবলির রাতে তাঁর মৃত্যুর খবর ভক্ত এবং চলচ্চিত্র জগতকে হতবাক করে দেয়।
মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগে, আসরানি তার ইনস্টাগ্রাম স্টোরিতে দীপাবলির শুভেচ্ছা পোস্ট করেছিলেন, কেবল ‘শুভ দীপাবলি’ লিখে। তার স্বাস্থ্য নিয়ে সাম্প্রতিক মিথ্যা গুজবের পরিপ্রেক্ষিতে, অনেক ভক্ত প্রথমে সোমবারের খবরটিকে আরও একটি ভুয়ো খবর বলে উড়িয়ে দিয়েছিলেন। তবে এর পর তাঁর অফিশিয়াল সোশ্যাল মিডিয়া প্রোফাইল চেক করার পর, তাঁরা শোকসংবাদের মুখোমুখি হন।
advertisement
advertisement
পারিবারিক সূত্রে জানা গেছে, আসরানি এই পৃথিবী থেকে নীরবে এবং মর্যাদাপূর্ণভাবে বিদায় নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। খ্যাতি সত্ত্বেও, তিনি একজন সাধারণ মানুষ হিসেবে স্মরণীয় হতে চেয়েছিলেন। তিনি তাঁর স্ত্রী মঞ্জুকে নির্দেশ দিয়েছিলেন যে তাঁর মৃত্যুর পর কোনও জনসাধারণের হট্টগোল বা মিডিয়ার মনোযোগ যেন এড়িয়ে চলা যায়। ফলস্বরূপ, শেষকৃত্যটি গোপনে অনুষ্ঠিত হয়েছিল এবং তাঁর মৃত্যুর খবর কেবল দাহ করার পরেই অফিশিয়ালি জানানো হয়।
advertisement
পাঁচ দশকেরও বেশি সময় ধরে তাঁর দীর্ঘ ক্যারিয়ার বিস্তৃত। ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে প্রিয় কৌতুক অভিনেতাদের একজন আসরানি। তিনি ৩৫০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন, মুখ্য এবং পার্শ্ব কৌতুক উভয় চরিত্রেই তাঁর প্রতিভার ছাপ ফেলেছেন। পুণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (FTII) থেকে স্নাতক ডিগ্রি অর্জন করে, তিনি ১৯৬০-এর দশকের মাঝামাঝি সময়ে হিন্দি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন।
advertisement
যদিও তিনি প্রথমে সবরকম চরিত্রে অভিনয় করেছিলেন, তবুও শীঘ্রই কৌতুক অভিনয়ের প্রতি তাঁর আগ্রহ ও আকর্ষণ ধরা পড়ে। ১৯৭০ এবং ১৯৮০ এর দশকে, তাঁর নাম ঘরে ঘরে পরিচিত নাম হয়ে ওঠে। নায়ক না হয়েও তিনি নায়কোচিত। চরিত্রাভিনেতা হয়েও তিনি দর্শক হৃদয়ের মণিকোঠায়।
তাঁর সবচেয়ে স্মরণীয় ভূমিকাগুলির মধ্যে অন্যতম শোলে-তে জেলরের চরিত্র। এই অভিনয় হিটলারের একটি প্যারোডি যা আজও দর্শকদের স্মৃতিতে ভাস্বর। তিনি ‘চুপকে চুপকে’, ‘আজ কি তাজা খবর’ এবং ‘চলা মুরারি হিরো বন্নে’- এর মতো সুপারহিট তথা জনপ্রিয় ছবিতেও অভিনয় করেছিলেন ।
advertisement
আরও পড়ুন : চলন্ত ট্রেনেই আরামে স্নান! বাঙ্কে ওঠার আরামদায়ক সিঁড়ি! ব্যক্তিগত কেবিন! বিলাসবহুল হোটেলকেও হার মানাবে বন্দে ভারত স্লিপার ট্রেন! কবে কোথায় চলবে? জানুন বিশদে
আসরানির প্রতিভা হিন্দি সিনেমার বাইরেও বিস্তৃত ছিল। তিনি বেশ কয়েকটি গুজরাতি এবং রাজস্থানি ছবিতেও অভিনয় করেছিলেন এবং এমনকি হিন্দি এবং গুজরাতি ভাষায় কয়েকটি শো পরিচালনাও করেছিলেন। বছরের পর বছর ধরে, তিনি মেহমুদ, রাজেশ খান্না এবং পরবর্তীতে গোবিন্দা, অক্ষয় কুমার এবং অজয় দেবগনের মতো তারকাদের সঙ্গে পর্দা ভাগ করে নিয়েছিলেন, এবং কমেডি এবং নাটকীয়-উভয় চরিত্রেই একজন প্রিয় ব্যক্তিত্ব হয়ে ওঠেন। তাঁর প্রয়াণের শূন্যতা অপরিমেয়।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Actor Asrani's Wife: ‘আমার মৃত্যুর পর...’ স্বামীর শেষ ইচ্ছে এভাবেই পূর্ণ করলেন প্রয়াত কৌতুকাভিনেতা আসরানির স্ত্রী
Next Article
advertisement
JMM BJP Alliance in Jharkhand: দিল্লিতে বিজেপি নেতাদের সঙ্গে আলোচনায় হেমন্ত সোরেন, ঝাড়খণ্ডের রাজনীতিতে নতুন সমীকরণ?
দিল্লিতে বিজেপি নেতাদের সঙ্গে আলোচনায় হেমন্ত সোরেন, ঝাড়খণ্ডের রাজনীতিতে নতুন সমীকরণ?
  • দিল্লিতে বিজেপি নেতাদের সঙ্গে আলোচনায় হেমন্ত সোরেন৷

  • ঝাড়খণ্ডের রাজনীতিতে বড় বদলের জল্পনা৷

  • সরকারেও বড় বদলে যেতে পারে জোট সমীকরণ৷

VIEW MORE
advertisement
advertisement