IPL 2025: আইপিএলের মত নিলাম এবার স্থানীয় ক্রিকেট প্রতিযোগিতায়! প্লেয়ার কিনতে হুড়োহুড়ি টিমের
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
IPL 2025: ঠিক যেন মিনি আইপিএল। মূল প্রতিযোগিতার আগে মথুরাপুরে হল ক্রিকেটারদের নিলাম। নিলামে পছন্দমত ক্রিকেটার কিনে নিল ৬ টি দল। যা দেখতে ভিড় করেছিলেন স্থানীয়রা।
মথুরাপুর: ঠিক যেন মিনি আইপিএল। মূল প্রতিযোগিতার আগে মথুরাপুরে হল ক্রিকেটারদের নিলাম। নিলামে পছন্দমত ক্রিকেটার কিনে নিল ৬ টি দল। যা দেখতে ভিড় করেছিলেন স্থানীয়রা।আইপিএল এর ধাঁচে মথুরাপুরে চালু হওয়া এই ক্রিকেট প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে এসসিএল। এই এসসিএল হল সন্তোষনগর ক্রিকেট লিগ।
একেবারে আইপিএল এর ধাঁচে নিলামের আয়োজন করা হয়েছিল সেখানে। এই অকেশানে ১০৩ জন প্লেয়ারের নিলাম হয়। এই নিলামে এলাকার ভাল ক্রিকেট প্লেয়ার এবং পাশ্ববর্তী এলাকার ক্রিকেট প্লেয়ারদের নিলাম হয়। যা একেবারে অভিনব ঘটনা। দুপুর থেকে শুরু হওয়া এই নিলাম চলে সন্ধ্যা পর্যন্ত। বিশেষ অতিথি হিসাবে সেখানে উপস্থিত ছিলেন মথুরাপুর থানার ওসি সুদীপ মন্ডল।
advertisement
মোট ৬ টি টিমে ৯ জন করে হোম প্লেয়ার থাকবে বাকি থাকবে বাইরের প্লেয়ার। জানুয়ারির ৪ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত এই খেলা চলবে। এই এসসিএল এলাকায় খেলাধূলার প্রসার ঘটাবে বলে মনে করেছেন স্থানীয়রা। নিলামের সময় ডিস্প্লেতে ছবি দেখিয়ে প্লেয়ারদের পরিচয় দেওয়া হয়।
advertisement
আরও পড়ুনঃ Vinod Kambli: গুরুতর অসুস্থ বিনোদ কাম্বলি! ভর্তি হাসপাতালে, আশঙ্কামুক্ত নন প্রাক্তন ভারতীয় প্লেয়ার!
advertisement
এরপর সেই প্লেয়ার কিনতে বিড করে টিমগুলি। নিলামের এই বহর দেখে খেলা আরও বড় হতে চলেছে বলে মনে করছেন অনেকেই। এখন দেখার এসসিএল এর জনপ্রিয়তা কোথায় গিয়ে পৌঁছায়। স্থানীয় ক্রিকেটে এমন নিলামের আয়োজন দেখে খুশি স্থানীয়রা।
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 23, 2024 9:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
IPL 2025: আইপিএলের মত নিলাম এবার স্থানীয় ক্রিকেট প্রতিযোগিতায়! প্লেয়ার কিনতে হুড়োহুড়ি টিমের