Vinod Kambli: গুরুতর অসুস্থ বিনোদ কাম্বলি! ভর্তি হাসপাতালে, আশঙ্কামুক্ত নন প্রাক্তন ভারতীয় প্লেয়ার!

Last Updated:

Vinod Kambli: সম্প্রতি ভারতের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলির একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে তাঁর শারীরিক পরিস্থিতি দেখে আঁতকে উঠেছিলেন অনেকেই। এবার হাসপাতালে ভর্তি কাম্বলি।

News18
News18
মুম্বই: সম্প্রতি ভারতের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলির একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে তাঁর শারীরিক পরিস্থিতি দেখে আঁতকে উঠেছিলেন অনেকেই। মুম্বইয়ের শিবাজি পার্কে কোচ রমাকান্ত আচরেকরের মূর্তি উদ্বোধনের অনুষ্ঠানে গিয়েছিলেন কান্বলি। সেখানেই সচিনের সঙ্গে আলাপের ভিডিও ছড়িয়েছিল নেট দুনিয়ায়।
এবার বিনোদ কাম্বলিকে নিয়ে ফের খারাপ খবর। শারীরিক অবস্থা আরও অবনতি হওয়ায় প্রাক্তন তারকা ক্রিকেটারকে মহারাষ্ট্রের ঠাণের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানেই ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন বলে জানা গিয়েছে। তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল পুরোপুরি আশঙ্কা মুক্ত নন কাম্বলি। এমনটাউ জানিয়েছেন ডাক্তাররা।
অতিরিক্ত মদ্যপানের কারণই কাম্বলির শরীরের এই অবস্থা বলে জানা যায়। এর আগে ১৪ বার রিহ্যাবে যেতে হয়েছে তারকা ক্রিকেটারকে। এর আগে ২০১৩ সালে দুবার অস্ত্রোপচার হয় কাম্বলির। তখন চিকিৎসার ব্যয়ভার বহন করেছিলেন সচিন তেন্ডুলকর। যদিও তারপরও জীবন যাপনে কোনও পরিবর্তন আনেনি একদা চিনের সতীর্থ। জানা গিয়েছিব প্রস্রাবের সংক্রমণ রয়েছে কাম্বলির। মাসখানেক আগেও একবার সংজ্ঞা হারিয়েছিলেন।
advertisement
advertisement
বিনোদ কাম্বলির শীরিরিক পরিস্থিতি দেখে সম্প্রতি ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটাররে তাঁকে সাহায্যের আশ্বাস দিয়েছেন। আর্থিক পরিস্থিতিও বর্তমানে খুব একটা ভাল নয় প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের। এরই মধ্যে ফের হাসপাতালে ভর্তি হওয়ার খবর ফের উদ্বেগ বাড়িয়েছে। সকলেই কান্বলির দ্রুত আরোগ্য কামনা করেছেন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Vinod Kambli: গুরুতর অসুস্থ বিনোদ কাম্বলি! ভর্তি হাসপাতালে, আশঙ্কামুক্ত নন প্রাক্তন ভারতীয় প্লেয়ার!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement