IND vs AUS: কোহলির সামনে ফের সচিনের বড় রেকর্ড ভাঙার সুযোগ! মেলবোর্নে হবে নতুন ইতিাস? অপেক্ষায় ফ্যানেরা

Last Updated:
IND vs AUS 4th Test Virat Kohli Chance To Break Another Big Record Of Sachin Tendulkar: মেলবোর্ন টেস্টে সকলের নজর বিরাট কোহলির উপর। এই মাঠ পয়া বিরাটের কাছে। এই ম্যাচে সচিন তেন্ডুলকরের আরও একটি রেকর্ড ভাঙার সুযোগ কোহলির কাছে।
1/5
২৬ তারিখ থেকে মেলবোর্নে শুরু হবে ভারত বনাম অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট। বর্তমানে সিরিজের ফল ১-১। বক্সিং ডে টেস্ট ঘিরে চড়তে শুরু করেছে পারদ।
২৬ তারিখ থেকে মেলবোর্নে শুরু হবে ভারত বনাম অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট। বর্তমানে সিরিজের ফল ১-১। বক্সিং ডে টেস্ট ঘিরে চড়তে শুরু করেছে পারদ।
advertisement
2/5
মেলবোর্ন টেস্টে সকলের নজর বিরাট কোহলির উপর। এই মাঠ পয়া বিরাটের কাছে। এই ম্যাচে সচিন তেন্ডুলকরের আরও একটি রেকর্ড ভাঙার সুযোগ কোহলির কাছে।
মেলবোর্ন টেস্টে সকলের নজর বিরাট কোহলির উপর। এই মাঠ পয়া বিরাটের কাছে। এই ম্যাচে সচিন তেন্ডুলকরের আরও একটি রেকর্ড ভাঙার সুযোগ কোহলির কাছে।
advertisement
3/5
মেলবোর্ন সচিন তেন্ডুলকরের কাছেও খুব লাকি মাঠ ছিল। এখানে পাঁচটি টেস্টে ৪৪.৯০ গড় ও ৫৮.৬৯ স্ট্রাইক রেটে ৪৪৯ রান করেছেন সচিন। যা ভারতীয়দের মধ্যে সর্বাধিক।
মেলবোর্ন সচিন তেন্ডুলকরের কাছেও খুব লাকি মাঠ ছিল। এখানে পাঁচটি টেস্টে ৪৪.৯০ গড় ও ৫৮.৬৯ স্ট্রাইক রেটে ৪৪৯ রান করেছেন সচিন। যা ভারতীয়দের মধ্যে সর্বাধিক।
advertisement
4/5
মেলবোর্নে বিরাট কোহলির বর্তনানে সংগ্রহ ৫২‌.৬৬ গড়ে  ৩১৬ রান। ফলে এমসিজিতে যি কোহলি ১৩৪ রান করতে পারেন তাহলে সচিনের রেকর্ড ভেঙে দেবেন বিরাট কোহলি।
মেলবোর্নে বিরাট কোহলির বর্তনানে সংগ্রহ ৫২‌.৬৬ গড়ে ৩১৬ রান। ফলে এমসিজিতে যি কোহলি ১৩৪ রান করতে পারেন তাহলে সচিনের রেকর্ড ভেঙে দেবেন বিরাট কোহলি।
advertisement
5/5
প্রসঙ্গত, পারথ টেস্টে সেঞ্চুরি করার পর শেষ দুটি টেস্টে ব্যাটে রান পাননি বিরাট কোহলি। এমসিজিতে কোহলির ব্যাটে ফের এক বিরাট ইনিংস দেখার অপেক্ষায় ফ্য়ানেরা।
প্রসঙ্গত, পারথ টেস্টে সেঞ্চুরি করার পর শেষ দুটি টেস্টে ব্যাটে রান পাননি বিরাট কোহলি। এমসিজিতে কোহলির ব্যাটে ফের এক বিরাট ইনিংস দেখার অপেক্ষায় ফ্য়ানেরা।
advertisement
advertisement
advertisement