Birbhum News: সকাল থেকে প্রবল বৃষ্টিপাত বীরভূমে, তবুও পর্যটকদের ভিড় তারাপীঠ মন্দির চত্বরে

Last Updated:

বৃষ্টি ভেজা সকাল বীরভূমে, তবুও বৃষ্টিপাত উপেক্ষা করে তারাপীঠ মন্দির চত্বরে ভক্তদের ভিড়।

তারাপীঠ এর মা তারা
তারাপীঠ এর মা তারা
বীরভূম: রিমলের তাণ্ডবে লন্ডভন্ড বিভিন্ন জায়গা। আবহাওয়া দফতর এর কথা মতই গতকাল নির্দিষ্ট সময়ে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড়। আবহাওয়া দফতর সূত্রে খবর উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও আজ এবং আগামীকাল ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত তার সঙ্গে ঝড় হওয়ার সম্ভাবনা। গতকাল সন্ধ্যে সাতটার পর থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে। সেই মতই গতকাল সন্ধ্যে সাতটা থেকেই কখনও ভারী এবং কখনও মাঝারি বৃষ্টিপাত বীরভূম জেলার তারাপীঠে।
সাধক বামাক্ষ্যাপার অন্যতম সিদ্ধপীঠ এই তারাপীঠ। সকাল থেকেই বৃষ্টিপাতকে উপেক্ষা করে পর্যটকদের ভিড় তারাপীঠ মন্দিরে। কেউ ছাতা হাতে আবার কেউ বিনা ছাতাতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে মা তারা দর্শনের জন্য প্রতীক্ষা করে পুজো দিলেন। যদিও আবহাওয়া দফতর সূত্রে আগেই জানানো হয়েছিল রবিবার আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রিমল। আর সেই কথা চিন্তা করেই ভক্তদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করে তারাপীঠ মন্দির কমিটি।
advertisement
advertisement
তারাপীঠ মন্দির কমিটির সেবায়ত পুলক চট্টোপাধ্যায় জানান ভক্তদের কথা চিন্তা করে মন্দির চত্বরে একাধিক ব্যবস্থা করা হয়। গোটা মন্দির চত্বর ত্রিপল খাটিয়ে ঘিরে ফেলা হয়েছে। বৃষ্টিপাতের সময় ভক্তদের দাঁড়ানোর জন্য নির্দিষ্ট জায়গা ঠিক করে দেওয়া হয়েছে মন্দির কমিটির তরফ থেকে। বৃষ্টিপাতের ফলে যাতে কোনও বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য পুলিশ প্রশাসনের তরফ থেকেও অতিরিক্ত সিভিক ভলেন্টিয়ার এবং মন্দিরে তরফ থেকে মন্দিরের সিকিউরিটি বাড়ানো হয়েছে মন্দির চত্বরে।
advertisement
অন্যদিকে দিল্লি থেকে আগত রাজেশ সিং তিনি জানান তারাপীঠ আসবেন বলে প্রায় দু মাস আগে থেকে টিকিট কেটে রেখেছিলেন। তবে বিগত কয়েকদিন আগেই আবহাওয়া দফতর সূত্রে খবর পায় রবিবার থেকে বীরভূমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিপাতকে উপেক্ষা করে মা তারা টানে ছুটে এসেছেন তারাপীঠ মন্দিরে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
তবে সব মিলিয়ে বৃষ্টিপাতের দিনেও অগণিত ভক্ত সমাগম তারাপীঠ মন্দির চত্বরে।
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: সকাল থেকে প্রবল বৃষ্টিপাত বীরভূমে, তবুও পর্যটকদের ভিড় তারাপীঠ মন্দির চত্বরে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement