ভাড়া নিয়ে বন্ধ ঘরে চলছে...এই সব 'কাণ্ড'! ফরাক্কাতে পুলিশ আসতেই যা জানা গেল, তাজ্জব সবাই!
- Reported by:Koushik Adhikary
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
Rented House: ঘর ভাড়া নিয়ে ঘরের ভেতরে চলছিল এই সব কান্ড। পুলিশ গিয়ে যা উদ্ধার করল তাজ্জব বনে গেল সকলেই।
মুর্শিদাবাদ: ঘর ভাড়া নিয়ে ঘরের ভেতরে চলছিল এই সব কান্ড। আর সাইবার ক্রাইম বিভাগ পুলিশ গিয়ে যা উদ্ধার করল তাজ্জব বনে গেল সকলেই। বর্তমানে চলছে আইপিএল মরশুম। আর ক্রিকেট আইপিএল বেটিং চক্র থাকে অনেক জায়গায় সক্রিয়। আর সেই আইপিএলের বেটিং চক্র বড়সড় পর্দাফাঁস করল ফরাক্কা থানার পুলিশ।
ফরাক্কাতে বাড়ি ভাড়া নিয়ে ছত্রিশগড়ের ন’জন বাসিন্দা তারা বেটিং অনলাইন বেটিং চালাতো বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে এই ঘটনায় মোট ৯জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে ৩২টি মোবাইল, ৫টা ল্যাপটপ, প্রচুর বিভিন্ন মোবাইল কোম্পানির সিমকার্ড, অনলাইন লেনদেন। পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃতরা সকলেই ছত্রিশগড়ের বাসিন্দা।
advertisement
advertisement
জানা গিয়েছে, ফরাক্কা থানার অন্তর্গত বল্লালপুর এলাকায় মুস্তাকিম শেখ বলে এক ব্যক্তির বাড়িতেই রমরমে চলছিল আইপিএল সহ অনলাইন গেমের বেটিং চক্র। দর্জা বন্ধ করেই চলতো এই কাজ। গোপন সূত্রের খবর পেয়ে ফারাক্কা থানার পুলিশ ন’জনকে গ্রেফতার করে। সকলের বাড়ি ছত্রিশগড় এলাকায় বলে জানা যাচ্ছে। পুলিশ সূত্রে তাদের কাছ থেকে ৩২ টি মোবাইল পাঁচটি ল্যাপটপ এবং প্রচুর পরিমাণে সিম কার্ড সহ একাধিক অনলাইন টাকা ট্রান্সফারের নথি বাজেয়াপ্ত করে পুলিশ জঙ্গিপুর সাইবার ক্রাইম।
advertisement
পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সনৎ জাঙ্গেল, ফারহাজ সেখ, ওয়াসিম, রাহুল দেওয়ানগন, দিকেশ কুমার, লালতা প্রজাপতি, রোহন অ্যান্টনি, চন্দন সোনয়ানি, অমিত লোটারে। পুলিশ ধৃত ৯ জনকেই ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠায় সোমবার। অন্যদিকে এই ঘটনায় বাড়ির মালিক মোস্তাকিম শেখের খোঁজে জঙ্গিপুর সাইবার ক্রাইম।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 31, 2025 6:35 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভাড়া নিয়ে বন্ধ ঘরে চলছে...এই সব 'কাণ্ড'! ফরাক্কাতে পুলিশ আসতেই যা জানা গেল, তাজ্জব সবাই!










