চোখ থেকে আলো বেরুচ্ছে, রাস্তায় নেমে এল এলিয়েন!
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
রাতের অন্ধকারে বিশেষ পোশাকের এক জনকে দেখে অবাকই হয়েছিলেন বাসিন্দারা।
#বর্ধমান: লক ডাউনের সুযোগে রাস্তায় নেমে এলো এলিয়েন! এলেন ভিন গ্রহ থেকে! সিনেমার কোনও দৃশ্য নয়, রাতের অন্ধকারে কিংবা ভর দুপুরে জনহীন রাস্তায় ধীর পায়ে হাঁটছে এলিয়ন। সর্বাঙ্গ সাদা পোশাকে টাকা। চোখে বিশেষ চশমা। আলো পড়লে চোখ চক চক যেন চারদিক শুনশান দেখে নেমে এসেছেন মাটিতে। কে এই এলিয়েন?
রাতের অন্ধকারে বিশেষ পোশাকের এক জনকে দেখে অবাকই হয়েছিলেন বাসিন্দারা। আজ অবাক হওয়ার পালা ছিল বর্ধমান শহরের বাসিন্দাদের। কাঁধে মাইক ঝুলিয়ে হাতে মাইক্রোফোন নিয়ে বাসিন্দাদের ঘরে থাকার আবেদন জানাচ্ছেন। বলছেন, খুব প্রয়োজন ছাড়া বাইরে বেরুবেন না। হাতের কাছে যা আছে তাই দিয়েই রান্নাবান্না মিটিয়ে নিন। ক্লাব ঘরে আড্ডা, তাসের আসর, মোটর সাইকেল নিয়ে বন্ধুরা মিলে ঘোরাঘুরি আপাতত বন্ধ রাখুন। নচেৎ করোনার সংক্রমণ থেকে নিস্তার মিলবে না। বাজারে ভিড় করবেন না। বাড়তি সামগ্রী মজুত করবেন না। খুব প্রয়োজনে বাইরে বের হলে সামাজিক দূরত্ব বজায় রাখুন।
advertisement
এই এলিয়েন আর কেউ নন, রাজ্যের প্রবীণ মন্ত্রী স্বপন দেবনাথ। এলাকায় এলাকায় ঘুরে সচেতনতার প্রচার চালাচ্ছেন প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী। নিজে প্রবীণ। তাই আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেশি। মানুষের বাইরে বেরিয়ে পড়ার হিড়িক দেখে নিজেকে আর গৃহবন্দি রাখেননি। সকাল রাত এক করে প্রচার চালাচ্ছেন। চিকিৎসকদের পরামর্শেই বিশেষ পোশাকে শরীর ঢেকেছেন। নিজে যাত্রা শিল্পের সঙ্গে যুক্ত। নিয়মিত মঞ্চে অভিনয় করেন। সেই যাত্রা থেকেই হয়তো বিশেষ পোশাকের প্রেরণা পেয়েছেন। তবে এখন মঞ্চের অভিনয় নয়, মানব সভ্যতার এই ঘোর সংকটে মন্ত্রী নেমেছেন বাস্তবের রুক্ষ রাস্তায়। তাকে এই ভূমিকায় দেখে হতবাক রাস্তার পুলিশ কর্মীরাও। বাজার বা ওষুধ কিনতে বেরিয়ে এই অভিনব প্রচার দেখতে অনেকে দাঁড়িয়ে পড়ছেন। রাতের রাস্তায় দল বেঁধে বাসিন্দাদের বসে থাকতে দেখলে ধমকে ঘরে ঢোকাচ্ছেন। শরীর অসুস্থ। তবুও এভাবে লড়াই চাালানোয় মন্ত্রীর তারিফ করছেন অনেকেই।
advertisement
advertisement
Saradindu Ghosh
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 29, 2020 11:35 PM IST










