Birbhum Blast: বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে মৃত ১ শিশু, আহত আরও ৩

Last Updated:

Birbhum Blast: মঙ্গলবার বিকেলে বীরভূমের (Birbhum) সদাইপুর (Sadaipur) থানার কুইঠা গ্রামের মনির শেখ নামে এক ব্যক্তির বাড়ির পিছনে শব্দ হয় বোমা বিস্ফোরণের ।

সদাইপুর : বীরভূমের থানার কুইঠা গ্রামে বাড়ির পিছনে খেলতে বেরিয়ে বোমা  বিস্ফোরণে গুরুতর আহত হয় চার শিশু ।  জানা গিয়েছে মঙ্গলবার বিকেলে বীরভূমের (Birbhum) সদাইপুর (Sadaipur) থানার কুইঠা গ্রামের মনির শেখ নামে এক ব্যক্তির বাড়ির পিছনে শব্দ হয় বোমা বিস্ফোরণের ।
ওই ব্যক্তির বাড়ির পিছনে কয়েকজন বাচ্চা বিকালে খেলতে গিয়েছিল । প্রাথমিক অনুমান, ওখানে খেলার সময় বাচ্চারা বোমাগুলিকে বল ভেবে ভুল করে । তারপরই ঘটে বিপত্তি । বোমাগুলিকে বল ভেবে খেলতে গিয়ে এই বিস্ফোরণে গুরুতর আহত হয় ওই ৪ জন শিশু । সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা আহতদের উদ্ধার করেন সেখান থেকে ।
advertisement
তার পর চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় । আহতদের নাম নাজমা , রুজিয়া , রহিমা , আতিয়া । তবে আহতদের মধ্যে দুজনের অবস্থা ছিল আশঙ্কাজনক । তার মধ্যে একজনকে ভর্তি না করেই রেফার করা হয় দুর্গাপুরে । পরবর্তীতে তার অবস্থার অবনতি ঘটায় বুধবার সকাল হতেই মৃত্যু হয় তার । বিস্ফোরণস্থলে পৌঁছায় সদাইপুর থানার পুলিশ । শুরু করে তদন্ত ।
advertisement
advertisement
আরও পড়ুন :  জাতীয় সড়কে গভীর রাতে চালকদের হাতে পুলিশের তরফে ঠান্ডা জল, গরম চা
এই ঘটনায় প্রশ্ন উঠেছে, ওই ব্যক্তির বাড়ির পিছনে কোথা থেকে এলো বোমা গুলি? কে বা কারা রেখেছিল ওগুলো? পাশাপাশি প্রশ্ন উঠছে, শুধু কি ওখানেই ছিল বোমা গুলি? নাকি গ্রামের অন্য কোথাও আরও বোমা রাখা আছে?-এই  সমস্ত বিষয়ও খতিয়ে দেখছে পুলিশ ।
advertisement
আরও পড়ুন :  আগেই ঘরছাড়া মা, এ বার তিন নাবালক সন্তানকে তাড়িয়ে দিল বাবা
পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । একদন আহত শিশুর বাবার আক্ষেপ, ‘‘ আমি বাইরে কাজে ছিলাম । কখন কী করে এই ঘটনা ঘটল, কিছুই জানতে পারিনি । খবর পেয়ে ছুটে এলাম হাসপাতালে । খেলতে গিয়ে কী করে ঘটল এমন, সেটাই বুঝে উঠতে পারছি না ।’’
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum Blast: বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে মৃত ১ শিশু, আহত আরও ৩
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement