Indian Railways: ক্যানিং লোকালের মহিলা কামরায় আচমকা হুলুস্থুল, ট্রেন থামতেই যাত্রীদের ছুট, দৌড়ে এল গার্ড, রেল কর্মীরা
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং লোকাল ট্রেনের মহিলা কামরায় আগুন আতঙ্ক! মুহূর্তের মধ্যে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা
ক্যানিং, সুমন সাহা: শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং লোকাল ট্রেনের মহিলা কামরায় আগুন আতঙ্ক! মুহূর্তের মধ্যে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় শিয়ালদহ থেকে ক্যানিংয়ের দিকে আসছিল ক্যানিং লোকাল। কালিকাপুর স্টেশন পার হতেই একটি মহিলা কামরা থেকে ধোঁয়া বার হতে দেখা যায়। আতঙ্কে যাত্রীরা সঙ্গে সঙ্গে বিষয়টি ড্রাইভার ও গার্ডকে জানায়। ট্রেনটিকে পিয়ালী স্টেশনে থামিয়ে দেওয়া হয়। আধ ঘণ্টা পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ধোঁয়ার উৎস কী? তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক অনুমান, ব্রেকব্লকে ঘর্ষণের ফলে বা বৈদ্যুতিক সংযোগে ত্রুটির কারণে ধোঁয়া উঠতে পারে। ঘটনার খবর পেয়ে রেলকর্মী ও আরপিএফ ঘটনাস্থলে পৌঁছেছে। যাত্রীদের নামিয়ে নিরাপত্তা পরীক্ষার কাজ চলছে। এক যাত্রী জানান, ক্যানিং লোকাল যখন কালিকাপুর স্টেশন অতিক্রম করেছে,তখনই ট্রেনের মহিলা কামরা থেকে কালো ধোঁয়া দেখতে পায় যাত্রীরা। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা ট্রেনে। রেল কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে এসে ধোঁয়ার কারণ জানার চেষ্টা করেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 22, 2025 2:04 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Railways: ক্যানিং লোকালের মহিলা কামরায় আচমকা হুলুস্থুল, ট্রেন থামতেই যাত্রীদের ছুট, দৌড়ে এল গার্ড, রেল কর্মীরা