Indian Railways: ক্যানিং লোকালের মহিলা কামরায় আচমকা হুলুস্থুল, ট্রেন থামতেই যাত্রীদের ছুট, দৌড়ে এল গার্ড, রেল কর্মীরা

Last Updated:

শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং লোকাল ট্রেনের মহিলা কামরায় আগুন আতঙ্ক! মুহূর্তের মধ্যে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা

উত্তেজনা রেল যাত্রীদের মধ্যে
উত্তেজনা রেল যাত্রীদের মধ্যে
ক্যানিং, সুমন সাহা: শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং লোকাল ট্রেনের মহিলা কামরায় আগুন আতঙ্ক! মুহূর্তের মধ্যে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় শিয়ালদহ থেকে ক্যানিংয়ের দিকে আসছিল ক্যানিং লোকাল। কালিকাপুর স্টেশন পার হতেই একটি মহিলা কামরা থেকে ধোঁয়া বার হতে দেখা যায়। আতঙ্কে যাত্রীরা সঙ্গে সঙ্গে বিষয়টি ড্রাইভার ও গার্ডকে জানায়। ট্রেনটিকে পিয়ালী স্টেশনে থামিয়ে দেওয়া হয়। আধ ঘণ্টা পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ধোঁয়ার উৎস কী? তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক অনুমান, ব্রেকব্লকে ঘর্ষণের ফলে বা বৈদ্যুতিক সংযোগে ত্রুটির কারণে ধোঁয়া উঠতে পারে। ঘটনার খবর পেয়ে রেলকর্মী ও আরপিএফ ঘটনাস্থলে পৌঁছেছে। যাত্রীদের নামিয়ে নিরাপত্তা পরীক্ষার কাজ চলছে। এক যাত্রী জানান, ক্যানিং লোকাল যখন কালিকাপুর স্টেশন অতিক্রম করেছে,তখনই ট্রেনের মহিলা কামরা থেকে কালো ধোঁয়া দেখতে পায় যাত্রীরা। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা ট্রেনে। রেল কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে এসে ধোঁয়ার কারণ জানার চেষ্টা করেন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Railways: ক্যানিং লোকালের মহিলা কামরায় আচমকা হুলুস্থুল, ট্রেন থামতেই যাত্রীদের ছুট, দৌড়ে এল গার্ড, রেল কর্মীরা
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement