CBSE Board Exam 2026: সিবিএসই ক্লাস টেনের বিজ্ঞান বিভাগের প্রশ্নপত্রে বড় বদল, পরীক্ষার্থীরা না জানলে নম্বর কমতে পারে! এখনই জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
CBSE Board Exam 2026: সিবিএসই বোর্ডের (CBSE) ২০২৬ সালের পরীক্ষার জন্য দশম শ্রেণীর প্রশ্নপত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি উল্লেখ করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
কলকাতা: সিবিএসই বোর্ডের (CBSE) ২০২৬ সালের পরীক্ষার জন্য দশম শ্রেণীর প্রশ্নপত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি উল্লেখ করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০২৬ সালের বোর্ড পরীক্ষার মূল্যায়নের মান উন্নত করার জন্য এই পরিবর্তনগুলি আনা হয়েছে।
সরকারি বিজ্ঞপ্তি অনুসারে, বোর্ড দশম শ্রেণীর বিজ্ঞান ও সমাজ বিজ্ঞানের প্রশ্নপত্রকে বিভিন্ন বিভাগে ভাগ করেছে:
বিজ্ঞান পত্রে পরিবর্তন:
advertisement
প্রশ্নপত্রটি তিনটি বিভাগে বিভক্ত করা হয়েছে যথা: বিভাগ A, বিভাগ-B এবং বিভাগ-C। বিভাগ-A হল জীববিজ্ঞান, বিভাগ-B হল রসায়ন এবং বিভাগ C হল পদার্থবিদ্যা।
আরও পড়ুন: ক্যামেরার পিছনে হোক বা স্টুডিওর আলোয়, সাংবাদিক হতে চাইলে এটি জানুন! কোর্সের খরচ নামমাত্র
advertisement
সমাজবিজ্ঞানে পরিবর্তন:
সামাজিক বিজ্ঞান বিষয়ের জন্য, প্রশ্নপত্রটি চারটি বিভাগে বিভক্ত করা হয়েছে যথা: বিভাগ-ক, বিভাগ-খ, বিভাগ-গ এবং বিভাগ-ঘ। বিভাগ-ক হল ইতিহাস, বিভাগ-খ হল ভূগোল, বিভাগ-গ হল রাষ্ট্রবিজ্ঞান এবং বিভাগ-ঘ হল অর্থনীতি।
আরও পড়ুন: মোটা বেতনে আইআইটি খড়গপুরে গবেষকের চাকরির সুযোগ, অনলাইনে আবেদনের সব খুঁটিনাটি জানুন, সময় অল্প
view comments২০২৬ থেকে দশম শ্রেণীতে বছরে দু’বার বোর্ড পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে পড়ুয়ারা। তবে দু’টি পর্বে বসার জন্য পড়ুয়াদের সমস্ত বিষয়ে পরীক্ষা দিতে হবে। প্রথম পর্বের কোনও বিষয়ের ফল মনের মতো না হলে, দ্বিতীয় পর্বে ‘ইম্প্রুভমেন্ট এগ্জ়াম’ দেওয়ার সুযোগ দেওয়া মিলবে। জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী, পরীক্ষার চাপ কমাতে, পড়াশোনার মানোন্নয়ন এবং সমস্ত বিষয়ে ভাল ভাবে পড়াশোনার সুযোগ দিতেই এই ব্যবস্থা করেছে বোর্ড।
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 10, 2025 5:47 PM IST










