IIT Kharagpur Jobs: মোটা বেতনে আইআইটি খড়গপুরে গবেষকের চাকরির সুযোগ, অনলাইনে আবেদনের সব খুঁটিনাটি জানুন, সময় অল্প
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
IIT Kharagpur Jobs: সম্পূর্ণ অনলাইনে আবেদন জানাতে হবে এই পদের জন্য। আবেদন জানানোর শেষ তারিখ ২১ ডিসেম্বর ২০২৫। চলতি বছরে নিয়োগ। এখনই আবেদন করুন...
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: জীবন বিজ্ঞানের কোনও বিষয় নিয়ে পিএইচডি ডিগ্রি রয়েছে। বিজ্ঞানের কোনও বিষয়ে ফার্স্ট ক্লাস এবং পাঁচ বছরের অভিজ্ঞতা নিয়ে পোস্ট মাস্টার ডিগ্রি রয়েছে। তবে আপনার জন্য আইআইটি খড়গপুরে রয়েছে গবেষণা সংক্রান্ত চাকরির সুযোগ।
এবার আইআইটি খড়গপুরে চাকরি পেতে আবেদন জানান। ইতিমধ্যে আইআইটি খড়গপুরের অফিশিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করেছে । মোটা অঙ্কের বেতনে চাকরি পেতে অনলাইনে আবেদন জানাতে পারেন। উপযুক্ত যোগ্যতা থাকলে এবং গবেষণার ইচ্ছে থাকলে এখনই আবেদন জানান। হাতে অল্প সময়। এখনই আবেদন করুন।
গবেষণার ইচ্ছে থাকলে এবং বিজ্ঞানের কোনও বিষয়ে ফার্স্ট ক্লাস এবং পাঁচ বছরের অভিজ্ঞতা নিয়ে পোস্ট মাস্টার ডিগ্রি থাকলে গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ রয়েছে আইআইটিতে। শুধু তাই নয়, বিজ্ঞানের বিষয় নিয়ে পিএইচডি ডিগ্রি থাকলে আবেদন জানাতে পারবেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট গ্রেড ১ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। অস্থায়ী ভিত্তিতে গবেষক নিয়োগ করবে ভারতের প্রযুক্তি বিদ্যার প্রাচীন প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি খড়গপুর)।
advertisement
advertisement
আরও পড়ুন: শীতের বাজারে ছেয়েছে ভেজাল গুড়, খাঁটি গুড় চিনবেন দেখে না গন্ধে? জানুন গুড় চেনার গূঢ় রহস্য
বায়ো সায়েন্স এবং বায়ো টেকনোলজি বিভাগের উদ্যোগে ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ এর আর্থিক সহযোগিতায় ENLIGHTEN: Easy Non-invasive detection of Latent tuberculosis Infection in Geographically High Tuberculosis ENdemic areas(EIG) প্রকল্পে কাজের জন্য একজন কর্মী নিয়োগ করবে প্রযুক্তি বিদ্যার এই প্রাচীন প্রতিষ্ঠান।
advertisement
জেনারেল মলিকিউলার বায়োলজি ও বায়োকেমিস্ট্রি বিষয়ে থাকতে হবে অভিজ্ঞতা। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। আবেদনের জন্য লাগবে না কোনও আবেদন মূল্য। ৬ মাসের অস্থায়ী ভিত্তিতে কাজ দেওয়া হবে, আবেদন করতে পারবেন আপনিও। বেতন যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে ৫৬০০০ টাকা দেওয়া হবে।
আরও পড়ুন: স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জরুরি আপডেট, বৃত্তির টাকা পেতে দিতে হবে এই সার্টিফিকেট! অবশ্যই জানুন
view commentsসম্পূর্ণ অনলাইনে আবেদন জানাতে হবে এই পদের জন্য। আবেদন জানানোর শেষ তারিখ ২১ ডিসেম্বর ২০২৫। চলতি বছরে নিয়োগ। অনলাইনে আবেদন জানাতে গেলে আপনাকে প্রথমে আইআইটি খড়গপুরের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে টেম্পোরারি জবস পজিশনে গিয়ে আবেদন জানাতে হবে। বিশদে জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
Location :
Kharagpur,Paschim Medinipur,West Bengal
First Published :
December 10, 2025 3:17 PM IST








