Swami Vivekananda Scholarship: স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জরুরি আপডেট, বৃত্তির টাকা পেতে দিতে হবে এই সার্টিফিকেট! অবশ্যই জানুন

Last Updated:
Swami Vivekananda Scholarship: এবার থেকে পড়ুয়াদের রিনিউয়াল আবেদন করার সময় নতুন একটি সার্টিফিকেট আপলোড করতে হবে। যার নাম SVMCM Utilization Certificate। কোথায় কীভাবে জমা জানুন...
1/8
স্কুল ও কলেজ পড়ুয়াদের জন্য রাজ্য সরকারের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে এল বড় আপডেট। ২কয়েকদিন আগেই বিকাশ ভবনের তরফ থেকে নোটিস দিয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে নতুন ও রিনিউয়াল আবেদন গ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে।
স্কুল ও কলেজ পড়ুয়াদের জন্য রাজ্য সরকারের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে এল বড় আপডেট। ২কয়েকদিন আগেই বিকাশ ভবনের তরফ থেকে নোটিস দিয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে নতুন ও রিনিউয়াল আবেদন গ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে।
advertisement
2/8
এবার থেকে পড়ুয়াদের রিনিউয়াল আবেদন করার সময় নতুন একটি সার্টিফিকেট আপলোড করতে হবে। যার নাম SVMCM Utilization Certificate।
এবার থেকে পড়ুয়াদের রিনিউয়াল আবেদন করার সময় নতুন একটি সার্টিফিকেট আপলোড করতে হবে। যার নাম SVMCM Utilization Certificate।
advertisement
3/8
কোথায় এই সার্টিফিকেট পাওয়া যাবে? কীভাবে সার্টিফিকেটটা তৈরি করবেন? জেনে নিন...
কোথায় এই সার্টিফিকেট পাওয়া যাবে? কীভাবে সার্টিফিকেটটা তৈরি করবেন? জেনে নিন...
advertisement
4/8
বিগত বছর থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের রিনিউয়াল আবেদনের সময় SVMCM Utilization Certificate আবশ্যিক ছিল না। কিন্তু এই বছর থেকে সেটি আবশ্যিক করা হয়েছে।
বিগত বছর থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের রিনিউয়াল আবেদনের সময় SVMCM Utilization Certificate আবশ্যিক ছিল না। কিন্তু এই বছর থেকে সেটি আবশ্যিক করা হয়েছে।
advertisement
5/8
অনেক সময়ই পড়ুয়ারা একাধিক কোর্স করে থাকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে। ছাত্রছাত্রীরা যাতে একবারই স্কলারশিপ পায়, রিনিউয়াল আবেদনের সময় স্কুল বা কলেজের ভেরিফিকেশন হিসেবে এই সার্টিফিকেটটি কাজ করবে।
অনেক সময়ই পড়ুয়ারা একাধিক কোর্স করে থাকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে। ছাত্রছাত্রীরা যাতে একবারই স্কলারশিপ পায়, রিনিউয়াল আবেদনের সময় স্কুল বা কলেজের ভেরিফিকেশন হিসেবে এই সার্টিফিকেটটি কাজ করবে।
advertisement
6/8
সর্বোপরি ওই পড়ুয়া ঠিক ভাবে ক্লাস করছে কি না, ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্কলারশিপের টাকা পড়াশোনার ক্ষেত্রে কাজে ব্যবহার হচ্ছে কিনা, খরচ হচ্ছে কিনা সেটির জন্যই এই সার্টিফিকেট জমা করতে হবে।
সর্বোপরি ওই পড়ুয়া ঠিক ভাবে ক্লাস করছে কি না, ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্কলারশিপের টাকা পড়াশোনার ক্ষেত্রে কাজে ব্যবহার হচ্ছে কিনা, খরচ হচ্ছে কিনা সেটির জন্যই এই সার্টিফিকেট জমা করতে হবে।
advertisement
7/8
স্কলারশিপ Renewal আবেদন করার সময় ডকুমেন্ট আপলোড সেকশনে উপরে 'Download Utilization Certificate' অপশন থাকবে সেটিতে ক্লিক করে ফর্মটি ডাউনলোড করে নিতে হবে।
স্কলারশিপ Renewal আবেদন করার সময় ডকুমেন্ট আপলোড সেকশনে উপরে 'Download Utilization Certificate' অপশন থাকবে সেটিতে ক্লিক করে ফর্মটি ডাউনলোড করে নিতে হবে।
advertisement
8/8
প্রিন্ট নিয়ে রাখতে হবে ফর্মের। স্কুল বা কলেজের প্রধান শিক্ষকের সই ও এটেস্টেড করাতে হবে। এরপর স্কলারশিপের ডকুমেন্ট আপলোড সেকশনে সার্টিফিকেট আপলোড করতে হবে।
প্রিন্ট নিয়ে রাখতে হবে ফর্মের। স্কুল বা কলেজের প্রধান শিক্ষকের সই ও এটেস্টেড করাতে হবে। এরপর স্কলারশিপের ডকুমেন্ট আপলোড সেকশনে সার্টিফিকেট আপলোড করতে হবে।
advertisement
advertisement
advertisement