• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • পশ্চিম মেদিনীপুরের গ্রাম পঞ্চায়েত জুড়ে সবুজ ঝড়ের ইঙ্গিত

পশ্চিম মেদিনীপুরের গ্রাম পঞ্চায়েত জুড়ে সবুজ ঝড়ের ইঙ্গিত

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পশ্চিম মেদিনীপুরে গড়বেতা, পিংলা সহ সমগ্র পশ্চিম মেদিনীপুরের গ্রাম পঞ্চায়েত আসনে সবুজ ঝড়ের ইঙ্গিত ৷ পিংলার ১০টি আসনে জয়ী তৃণমূল কংগ্রেস ৷ গড়বেতার চারটি ব্লকের গ্রাম পঞ্চায়েত আসনে জয়ী তৃণমূল কংগ্রেস

 • Share this:

  #পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরে গড়বেতা, পিংলা সহ সমগ্র পশ্চিম মেদিনীপুরের গ্রাম পঞ্চায়েত আসনে সবুজ ঝড়ের ইঙ্গিত ৷ পিংলার ১০টি আসনে জয়ী তৃণমূল কংগ্রেস ৷ গড়বেতার চারটি ব্লকের গ্রাম পঞ্চায়েত আসনে জয়ী তৃণমূল কংগ্রেস ৷ পশ্চিম মেদিনীপুরের ২১১ গ্রাম পঞ্চায়েতের ৩০৪০ আসনের মধ্যে একাধিক আসনে এগিয়ে শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী এই জেলার গ্রাম পঞ্চায়েত আসন জুড়ে উঠতে চলেছে সবুজ ঝড় ৷

  আরও পড়ুন : পুরুলিয়ার ৩২টি গ্রাম পঞ্চায়েত আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস

  সকাল থেকেই উৎসাহী সমর্থকেরা ভিড় করেছেন গণনা কেন্দ্রের বাইরে ৷ দলীয় পতাকা ও আবির নিয়ে উন্মদনা চোখে পড়ার মতই ৷ দলীয় সূত্রে সমস্ত কর্মী সমর্থকদের কোনও করমের অপ্রীতিকর পরিস্থিতে জড়িয়ে পড়তে না বলা হয়েছে ৷

  এলাকার নিরাপত্তা পরিস্থিতির উপর জোর দেওয়া হয়েছে ৷ আগত মানুষের গতিবিধির ওপরেও নজর রাখছে নির্বাচন কমিশন ৷ যে কোনও পরিস্থিতির মোকাবিলায় তৎপর প্রশাসন ৷

  First published: