ইরান-ইজরায়েল যুদ্ধ আবহে আটকে বীরভূমের অরিত্র! তাঁর পরিবারের অবস্থা জানলে চমকে উঠবেন

Last Updated:

ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে ইজরায়েলের তেল হাবিবে আটকে পড়েছেন মল্লারপুরের লেফটেন্যান্ট অরিত্র সিনহা!

+
প্রতিকী

প্রতিকী চিত্র 

বীরভূম: ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইজরায়েলের হামলা, আর তার জবাবে ইজরায়েলে ইরানের পাল্টা বিমান হামলার মধ্য দিয়ে এবারের সংঘাতের শুরু হয়।ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ২২০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। এই  ভয়ঙ্কর যুদ্ধের মাঝখানে আটকে বীরভূমের অরিত্র!
আর এই অরিত্র জন্য উৎকণ্ঠায় দিন কাটছে পরিবার। ইরান ও ইজরায়েলের চলমান সংঘর্ষে কাঁপছে মধ্যপ্রাচ্যের আকাশ।দুই দেশের ছোঁড়া মিসাইল ও বোমার আঘাতে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে ইজরায়েলের বিভিন্ন এলাকায়। সেই আতঙ্কের আঁচ এসে পৌঁছেছে বীরভূমের মল্লারপুরে।কারণ, ইজরায়েলের যুদ্ধবিধ্বস্ত তেল হাবিব এলাকাতেই রয়েছেন মল্লারপুরের বাসিন্দা জয়শঙ্কর সিনহা ও অনিমা সিনহার বড় ছেলে অরিত্র সিনহা।অরিত্র ভারতীয় নৌবাহিনীর একজন লেফটেন্যান্ট।
advertisement
advertisement
প্রশিক্ষণের জন্য গত ৩ মে তাকে পাঠানো হয়েছিল তেল হাবিবে।আগামী ২০ জুন দেশে ফেরার কথা থাকলেও যুদ্ধ পরিস্থিতির জেরে বাতিল হয়েছে তার বিমানের টিকিট।ফলে ঠিক কবে তিনি ফিরতে পারবেন, তা এখনও অনিশ্চিত।পরিবারের সঙ্গে মোবাইলে যোগাযোগ থাকলেও উৎকণ্ঠা কমছে না সিনহা পরিবারের।
advertisement
টিভির পর্দায় যুদ্ধের দৃশ্য দেখলেই আতঙ্কে কেঁপে উঠছেন তাঁরা।প্রতিটি মুহূর্ত কাটছে ঈশ্বরের কাছে প্রার্থনা করে—যুদ্ধ থামুক, এবং নিরাপদে ঘরে ফিরুক তাদের সন্তান।বর্তমানে অরিত্র নিরাপদে রয়েছেন বলে পরিবারের সদস্যদের আশ্বস্ত করেছেন,তবে যুদ্ধ পরিস্থিতির যেকোনও সময় বদলে যেতে পারে এই আশঙ্কাই তাড়া করে বেড়াচ্ছে মল্লারপুরের সিনহা পরিবারকে। মল্লারপুরে এলাকার বাসিন্দা তথা পরিবারের সদস্যরা চাইছেন ঘরের ছেলে খুব শীঘ্রই ঘরে ফিরে আসুক।
advertisement
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ইরান-ইজরায়েল যুদ্ধ আবহে আটকে বীরভূমের অরিত্র! তাঁর পরিবারের অবস্থা জানলে চমকে উঠবেন
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement