পুরী এক্সপ্রেস থেকে নামলেন ২ যাত্রী, হাতে ইয়া বড় দুটো ব্যাগ! GRP এসে বলল 'ব্যাগে কী?' নার্ভাস হয়ে গেলেন দুজনেই!

Last Updated:
Indian Railways: পুরী এক্সপ্রেস থেকে নামলেন ২ যাত্রী, হাতে ইয়া বড় দুটো ব্যাগ! GRP এসে বলল 'ব্যাগে কী?' নার্ভাস হয়ে গেলেন দুজনেই। তার পরই হুড়োহুড়ি!
1/11
স্টেশনের প্ল্যাটফর্মে হঠাৎই থেমে দাঁড়াল পুরী এক্সপ্রেস। ভিড়ের মাঝে দু’জন নামল—দু’টি বিশাল ব্যাগ হাতে। মুখে ঘাম, চোখে ভয়, পায়ে ছন্দ নেই।আর তাতেই কাঁপল রেলপুলিশের সন্দেহের সুতোর শেষ গিঁট।
স্টেশনের প্ল্যাটফর্মে হঠাৎই থেমে দাঁড়াল পুরী এক্সপ্রেস। ভিড়ের মাঝে দু’জন নামল—দু’টি বিশাল ব্যাগ হাতে। মুখে ঘাম, চোখে ভয়, পায়ে ছন্দ নেই। আর তাতেই কাঁপল রেলপুলিশের সন্দেহের সুতোর শেষ গিঁট।
advertisement
2/11
নিশুতি রাতের মতোই অন্ধকার কিছু সত্য কখনও স্টেশনের কোলাহলে চাপা পড়ে যায়। ব্যস্ততম রেলজংশন, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ নেমে যায়, উঠে পড়ে, কেউ বাড়ি ফেরে, কেউ ফেরে না।
নিশুতি রাতের মতোই অন্ধকার কিছু সত্য কখনও স্টেশনের কোলাহলে চাপা পড়ে যায়। ব্যস্ততম রেলজংশন, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ নেমে যায়, উঠে পড়ে, কেউ বাড়ি ফেরে, কেউ ফেরে না।
advertisement
3/11
ভারতীয় রেলওয়ে দেশের শহর থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিস্তৃত। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী এই রেলপথে যাতায়াত করেন। এই বিশাল নেটওয়ার্ক পরিচালনার জন্য রেলওয়েকে বিভিন্ন জোন ও ডিভিশনে ভাগ করা হয়েছে। রেল সম্পত্তি এবং যাত্রীদের সুরক্ষার জন্য শত শত আরপিএফ (রেলওয়ে প্রোটেকশন ফোর্স) এবং জিআরপি (গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ) কর্মী ২৪ ঘণ্টা দায়িত্বে থাকেন।
ভারতীয় রেলওয়ে দেশের শহর থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিস্তৃত। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী এই রেলপথে যাতায়াত করেন। এই বিশাল নেটওয়ার্ক পরিচালনার জন্য রেলওয়েকে বিভিন্ন জোন ও ডিভিশনে ভাগ করা হয়েছে। রেল সম্পত্তি এবং যাত্রীদের সুরক্ষার জন্য শত শত আরপিএফ (রেলওয়ে প্রোটেকশন ফোর্স) এবং জিআরপি (গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ) কর্মী ২৪ ঘণ্টা দায়িত্বে থাকেন।
advertisement
4/11
তবুও, মাঝেমধ্যে এমন কিছু ঘটনা সামনে আসে যা নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলে।ঠিক তেমনই একটি ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের কল্যাণ রেলস্টেশনে। পুরী এক্সপ্রেস থেকে নামেন দুই যাত্রী। তাদের কাছে ছিল দুটি বড় ব্যাগ।
তবুও, মাঝেমধ্যে এমন কিছু ঘটনা সামনে আসে যা নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলে। ঠিক তেমনই একটি ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের কল্যাণ রেলস্টেশনে। পুরী এক্সপ্রেস থেকে নামেন দুই যাত্রী। তাদের কাছে ছিল দুটি বড় ব্যাগ। (Representative Image: AI Generated) 
advertisement
5/11
ব্যাগের আকার ও আচরণ সন্দেহজনক মনে হওয়ায় সেখানে থাকা জিআরপি কর্মীরা তৎপর হয়ে ওঠেন এবং তল্লাশি শুরু করেন।
ব্যাগের আকার ও আচরণ সন্দেহজনক মনে হওয়ায় সেখানে থাকা জিআরপি কর্মীরা তৎপর হয়ে ওঠেন এবং তল্লাশি শুরু করেন। জেরা শুরু হতেই আরও গভীর হতে থাকে এই অন্ধকার। কে পাঠাল তাদের?  তার পর দুটি বড় ব্যাগ থেকে যা বেরোল...ভাবতেও পারবেন না!  (Representative Image: AI Generated) 
advertisement
6/11
পুলিশের দাবি, এই ধরা পড়া যেন একটা জাল ছিঁড়ে যাওয়া—যার মধ্য দিয়ে উঁকি দিচ্ছে এক বিরাট পাচার চক্রের মুখ। ফোন কল, ভ্রমণ ইতিহাস, যোগাযোগের সূত্র—সব ঘেঁটে বের করার চেষ্টা চলছে, কারা আছে এই কারবারের মাথায়?
পুলিশের দাবি, এই ধরা পড়া যেন একটা জাল ছিঁড়ে যাওয়া—যার মধ্য দিয়ে উঁকি দিচ্ছে এক বিরাট পাচার চক্রের মুখ। ফোন কল, ভ্রমণ ইতিহাস, যোগাযোগের সূত্র—সব ঘেঁটে বের করার চেষ্টা চলছে, কারা আছে এই কারবারের মাথায়? (Representative Image: AI Generated) 
advertisement
7/11
কল্যাণ স্টেশনে অভিযান চালিয়ে দুই যাত্রীর ব্যাগ থেকে ২০.৮৬ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপি। যার আনুমানিক বাজারমূল্য ৪.১৭ লক্ষ টাকা। অভিযুক্তদের নাম মেহতাব আলম ইর্শাদ আলম শেখ (৩৫), থানে জেলার মুম্ব্রা এলাকার বাসিন্দা এবং লাল আহমেদ মোমিন আমিন কোটকি (২৭), কর্নাটকের গুলবার্গার বাসিন্দা।
কল্যাণ স্টেশনে অভিযান চালিয়ে দুই যাত্রীর ব্যাগ থেকে ২০.৮৬ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপি। যার আনুমানিক বাজারমূল্য ৪.১৭ লক্ষ টাকা। অভিযুক্তদের নাম মেহতাব আলম ইর্শাদ আলম শেখ (৩৫), থানে জেলার মুম্ব্রা এলাকার বাসিন্দা এবং লাল আহমেদ মোমিন আমিন কোটকি (২৭), কর্নাটকের গুলবার্গার বাসিন্দা। (Representative Image: AI Generated) 
advertisement
8/11
তল্লাশির সময় ব্যাগ খুলতেই গাঁজা বেরিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা গাঁজার উৎস বা সরবরাহ চক্র নিয়ে নির্দিষ্ট কিছু জানাননি। এখন পুলিশ খুঁজে বের করার চেষ্টা করছে এই গাঁজা কোথা থেকে আনা হয়েছে এবং এর ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের পেছনে কারা রয়েছে।
তল্লাশির সময় ব্যাগ খুলতেই গাঁজা বেরিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা গাঁজার উৎস বা সরবরাহ চক্র নিয়ে নির্দিষ্ট কিছু জানাননি। এখন পুলিশ খুঁজে বের করার চেষ্টা করছে এই গাঁজা কোথা থেকে আনা হয়েছে এবং এর ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের পেছনে কারা রয়েছে। (Representative Image: AI Generated) 
advertisement
9/11
এক জিআরপি আধিকারিক বলেন,
এক জিআরপি আধিকারিক বলেন, "এই গ্রেফতার শুধু বড়সড় উদ্ধারই নয়, বরং একটি সম্ভাব্য মাদক পাচার চক্রকেও সামনে আনতে পারে। আমরা তাদের ফোন রেকর্ড, ভ্রমণের ইতিহাস এবং যোগাযোগের উৎস খতিয়ে দেখছি।" (Representative Image: AI Generated) 
advertisement
10/11
মুম্বই ও তার আশপাশের এলাকায় মাদক পাচার দীর্ঘদিন ধরেই একটি বড় চ্যালেঞ্জ। কল্যাণ স্টেশন, যা একটি গুরুত্বপূর্ণ রেল জংশন, প্রায়শই এরকম ঘটনার কেন্দ্রে থাকে কারণ এটি বিভিন্ন রাজ্যকে সংযুক্ত করে। ফলে এখন থেকে জিআরপি এবং আরপিএফ আরও সতর্কতা অবলম্বন করছে এবং অন্যান্য সন্দেহজনক যাত্রীদের উপর নজরদারি বাড়ানো হয়েছে।
মুম্বই ও তার আশপাশের এলাকায় মাদক পাচার দীর্ঘদিন ধরেই একটি বড় চ্যালেঞ্জ। কল্যাণ স্টেশন, যা একটি গুরুত্বপূর্ণ রেল জংশন, প্রায়শই এরকম ঘটনার কেন্দ্রে থাকে কারণ এটি বিভিন্ন রাজ্যকে সংযুক্ত করে। ফলে এখন থেকে জিআরপি এবং আরপিএফ আরও সতর্কতা অবলম্বন করছে এবং অন্যান্য সন্দেহজনক যাত্রীদের উপর নজরদারি বাড়ানো হয়েছে। (Representative Image: AI Generated) 
advertisement
11/11
পুলিশ সূত্রে খবর, এই ঘটনার সূত্র ধরে একটি বড় মাদক চক্রের সন্ধান মিলতে পারে আগামী দিনে। আপাতত দুই অভিযুক্তকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে এবং তাদের জেরা চলছে। জিআরপি জানিয়েছে, ভবিষ্যতে ট্রেন ও স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে যাতে এই ধরনের চোরাচালান বন্ধ করা যায়।
পুলিশ সূত্রে খবর, এই ঘটনার সূত্র ধরে একটি বড় মাদক চক্রের সন্ধান মিলতে পারে আগামী দিনে। আপাতত দুই অভিযুক্তকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে এবং তাদের জেরা চলছে। জিআরপি জানিয়েছে, ভবিষ্যতে ট্রেন ও স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে যাতে এই ধরনের চোরাচালান বন্ধ করা যায়। (Representative Image: AI Generated) 
advertisement
advertisement
advertisement