দিঘার সমুদ্রে দুই বাচ্চা ছেলে-মেয়ের কী ভয়ঙ্কর অবস্থা! বাবা-মায়েরা খুব সাবধান! যে কোনও মুহূর্তে ঘটতে পারে বড় অঘটন
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে বিপত্তির মুখে পড়ল দুই খুদে। দিঘা সমুদ্রে তলিয়ে যাওয়া দুই খুদেকে সমুদ্র থেকে উদ্ধার করল নুলিয়ারা।গুরুতর আহত অবস্থায় দু'জনকে পাঠানো হল হাসপাতালে।
পঙ্কজ দাশ রথী, দিঘা,পূর্ব মেদিনীপুর, : উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে বিপত্তির মুখে পড়ল দুই খুদে। দিঘা সমুদ্রে তলিয়ে যাওয়া দুই খুদেকে সমুদ্র থেকে উদ্ধার করল নুলিয়ারা।গুরুতর আহত অবস্থায় দু’জনকে পাঠানো হল হাসপাতালে।
আরও পড়ুন: ঘাটালে ফের জমা জলে বেনজির দুর্ভোগ! এরই মাঝে হাজির পুলিশ, দেবদূতের মতো করছে কাজ
জানা গিয়েছে, বছর বারোর রাজেশ হালদার ও ১৩ বছরের পিয়ালী দাস, দুজনেরই বাড়ি বাঁকুড়ায়। তারা বাবা মার সঙ্গে দিঘায় বেড়াতে আসে, ভোরবেলায় বাবা-মা যখন হোটেলে রয়েছেন তখন সবার অলক্ষ্যে হোটেল থেকে বেরিয়ে দিঘা সমুদ্রে স্নান করতে নেমে পড়ে। আর তখনই চলছিল জোয়ার তখনই নুলিয়াদের নজরে আসে তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করা হয় এবং জোয়ারের সময় উদ্ধার করতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয় দুই খুদে। এরপরেই তাদেরকে উদ্ধার করে দিঘা হাসপাতালে পাঠানো হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 10, 2025 2:29 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দিঘার সমুদ্রে দুই বাচ্চা ছেলে-মেয়ের কী ভয়ঙ্কর অবস্থা! বাবা-মায়েরা খুব সাবধান! যে কোনও মুহূর্তে ঘটতে পারে বড় অঘটন