Explorer Shibaji in Kabul: ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল ! বাংলার জনপ্রিয় ইউটিউবার শিবাজি ও পৃথ্বীজিৎ ওখানে এখন কেমন আছেন?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
সংবাদ সংস্থা এএফপি জানাচ্ছে, বুধবার রাতে অন্তত দু’টি জোরালো বিস্ফোরণ ঘটেছে আফগানিস্তানের রাজধানী কাবুল শহরের প্রাণকেন্দ্রে। ঘটনাচক্রে এখন কাবুলেই রয়েছেন বাংলার দুই জনপ্রিয় ইউটিউবার ৷
কাবুল: পৃথিবীর প্রতিটি জায়গায় ঘুরে বেড়ানোর ইচ্ছে কার নেই? সুযোগ থাকলেও সম্ভব করতে পারাটাই অসাধ্য সাধন। তবে, শিবাজি পাল বা ‘এক্সপ্লোরার শিবাজি’ সেই কাজটা ভালমতোই করে দেখাচ্ছেন ৷ এবার তিনি পাড়ি দিয়েছেন ‘কাবুলিওয়ালার’ দেশে ৷ সঙ্গী পৃথ্বীজিৎ দত্ত ৷ তবে তাঁরা সেদেশে পৌঁছতে না পৌঁছতেই ভয়াবহ কাণ্ড ! বৃহস্পতিবার রাতে পর পর কয়েকটি বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল।
সংবাদ সংস্থা এএফপি জানাচ্ছে, বুধবার রাতে অন্তত দু’টি জোরালো বিস্ফোরণ ঘটেছে কাবুল শহরের প্রাণকেন্দ্রে। আফগান সরকারের মুখপাত্র জবিউল্লা মুজাহিদও এক্স পোস্টে বিস্ফোরণের কথা স্বীকার করে নিয়ে জানিয়েছেন, এ সংক্রান্ত তথ্য পরে দেওয়া হবে। যদিও তালিবানের একটি সূত্র উদ্ধৃত করে প্রকাশিত খবরে দাবি, পাকিস্তানি বায়ুসেনার যুদ্ধবিমান বা ড্রোন হামলার কারণেই এই বিস্ফোরণ। ওই খবরে দাবি, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সক্রিয় তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP) বিদ্রোহী বাহিনীর কয়েকটি ডেরা রয়েছে কাবুলে। সেগুলিকেই নিশানা করেছে পাক বায়ুসেনা।
advertisement
advertisement
advertisement
তবে আপাতত কাবুলে ঠিকঠাকই রয়েছেন শিবাজি এবং পৃথ্বীজিৎ ৷ রাতে হোটেলে বসে বিস্ফোরণের শব্দও পেয়েছিলেন তাঁরা ৷ কিন্তু আর কোনও সমস্যা হয়নি বলেই সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে জানিয়েছেন শিবাজি ও পৃথ্বীজিৎ ৷ আর এই আচমকা পাক হামলার জন্য তাঁরা আফগানিস্তান সফরও বাতিল করছেন না ৷ কাবুলের পর কান্দাহার এবং আফগানিস্তানের অন্যান্য শহরেও তাঁরা যাবেন বলে জানিয়েছেন শিবাজি পাল ৷ এরপর ইউরোপ ভ্রমণে বেরনোর কথাও রয়েছে তাঁদের ৷ আর কিছুদিন পরেই হেলসিঙ্কির ফ্লাইট রয়েছে ৷ কোনও সমস্যা হলে বিকল্প পথও ভেবে রেখেছেন তাঁরা ৷ তবে এই পাক হামলা নিয়ে খুব একটা চিন্তিত তাঁরা নন বলেই জানিয়েছেন ৷ বরং আফগানিস্তান ভালমতো ‘এক্সপ্লোর’ করাই এখন লক্ষ্য এক্সপ্লোরার শিবাজীর ৷
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
October 10, 2025 2:10 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Explorer Shibaji in Kabul: ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল ! বাংলার জনপ্রিয় ইউটিউবার শিবাজি ও পৃথ্বীজিৎ ওখানে এখন কেমন আছেন?