SSMB29? মহেশ-রাজামৌলির ছবির এই নামের পিছনে আসল কারণ কী?
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
SSMB29 নামের এই সিনেমাটির জন্য কেবল টলিউড ভক্তরাই অপেক্ষা করছেন না, বরং সারা ভারতের ভক্তরাও অপেক্ষা করছেন।
advertisement
বাহুবলী দিয়ে তেলুগু সিনেমাকে ভারতের শীর্ষে দাঁড় করিয়েছিলেন জাক্কান্না। RRR দিয়ে যা আন্তর্জাতিক স্তরে নিয়ে গিয়েছিলেন। এখন তিনি মহেশ বাবুর সঙ্গে একটি প্যান-ওয়ার্ল্ড ছবি করছেন। একটি নয়, দুটি নয়.. যদি এই ছবিটি একসঙ্গে ১২০টি দেশে মুক্তি পায়, তাহলে ছবিটি কোন পরিসরে থাকবে তা ভাবলেই রোমাঞ্চ জাগে। SSMB29 নামের এই সিনেমাটির জন্য কেবল টলিউড ভক্তরাই অপেক্ষা করছেন না, বরং সারা ভারতের ভক্তরাও অপেক্ষা করছেন। যদিও ছবির এমন নাম কেন, তা নিয়ে খটকা থেকেই যাচ্ছে।
advertisement
advertisement
দেখে মনে হচ্ছে এই সিনেমাটি হলিউডের Avatar এবং Avengers-এর স্তরে মুক্তি পাবে। এমনকি স্টিভেন স্পিলবার্গ এবং জেমস ক্যামেরনের মতো পরিচালকরাও ইতিমধ্যেই রাজামৌলির RRR-এর প্রশংসা করেছেন। বর্তমানে, এই ছবির শ্যুটিং দ্রুত গতিতে চলছে। এক ফাঁস হওয়া ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে। আবার, মহেশের জন্মদিন উপলক্ষে প্রকাশিত পোস্টারটি সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দিয়েছে। সেখানে মহেশের গলার রুদ্রাক্ষ মালার লকেটে নন্দী এবং ত্রিশূল শিবের প্রতিনিধিত্ব করছে।
advertisement
এদিকে এই ছবির নাম এখনও সোশ্যাল মিডিয়ায় কাঁপিয়ে দিচ্ছে। ভেতরে ভেতরে আলোচনা হচ্ছে যে এই ছবির নাম 'বারাণসী'। সম্প্রতি, আলোচনা চলছে যে, এই ছবির জন্য ৫০ কোটি টাকা ব্যয়ে একটি বারাণসীর সেটও তৈরি করা হয়েছে। প্রধান অংশগুলি বারাণসীতে শ্যুট করা হতে পারে। জানা গিয়েছে যে, মহেশের চরিত্রটি হিন্দু পুরাণভিত্তিক হবে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, এই ছবিটি রামায়ণের কিছু বস্তুর সন্ধানের সঙ্গে যুক্ত হবে।
advertisement
তবে কিছু লোকের অভিমত, বারাণসী নামটি খুব একটা ভাল নয়। অনেক নেটিজেনও এই বিষয়ে মন্তব্য করছেন। এই নাম মানুষের ভাল লাগবে না.. দয়া করে নামটি পরিবর্তন করুন, কমেন্টে লিখছেন তাঁরা। যাই হোক, নির্মাতারা আগামী বছরের মধ্যে ছবিটি শেষ করে ২০২৭ সালে মুক্তির পরিকল্পনা করছেন। এই ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করবেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস।