Ghatal ASHA Worker: ঘাটালে জলযন্ত্রণার মাঝেই কর্তব্যে অবিচল আশাকর্মীরা! খামতি নেই পরিষেবা প্রদানে, তবুও আক্ষেপ এক জায়গায়
- Reported by:Syed Mijanur Mahaman
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
টানা জল যন্ত্রণার মাঝেও অনবরত স্বাস্থ্য পরিষেবা দিয়ে গেছেন আশা কর্মীরা। রাতদিন প্রাণের ঝুঁকি নিয়ে পরিষেবা দিয়েছেন আশা কর্মীরা।
ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: তিন মাসে একাধিকবার বন্যার সম্মুখীন ঘাটালের পৌর এলাকা সহ গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। পুজোর পরেই টানা বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে প্লাবিত হয় ঘাটাল পৌর এলাকার ১২টি ওয়ার্ড ও ঘাটাল ব্লকের প্রায় ১০টি গ্রাম পঞ্চায়েত এলাকা জলের তলায়। এই টানা জল যন্ত্রণার মাঝেও অনবরত স্বাস্থ্য পরিষেবা দিয়ে গেছেন আশা কর্মীরা। রাতদিন প্রাণের ঝুঁকি নিয়ে পরিষেবা দিয়েছেন আশা কর্মীরা।
রোজনামচা থেকে বঞ্চিত হয়েছে ঘাটালবাসী। সময় মতো সব হাতের কাছে পাননি তারা। ক্ষতির পর ক্ষতির মুখে জলযন্ত্রায় তাদের নাভিশ্বাস উঠেছে। তবে পরিস্থিতি যাই হোক না কেন , প্রতিনিয়ত আশা কর্মীরা পৌঁছে গিয়ে স্বাস্থ্য পরিষেবা দিয়ে গেছেন। আশা কর্মীদের জীবন অত্যন্ত কঠিন এবং সংগ্রামময়। তারা গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার ভিত্তি, কিন্তু তাদের কাজের স্বীকৃতি এবং পারিশ্রমিক খুবই কম।
advertisement
আরও পড়ুন: ঘাটালে ফের জমা জলে বেনজির দুর্ভোগ! এরই মাঝে হাজির পুলিশ, দেবদূতের মতো দাঁড়াচ্ছে অসহায়দের পাশে
advertisement
আশা কর্মীরা প্রতিদিন পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বিভিন্ন গ্রামের থেকে ঘরে ঘরে গিয়ে স্বাস্থ্য সচেতনতা তৈরি করা, পরিবার পরিকল্পনা, মাতৃস্বাস্থ্য, শিশু স্বাস্থ্য এবং বিভিন্ন রোগের প্রতিরোধ সম্পর্কে তথ্য প্রদান করেন। এছাড়াও তারা প্রাথমিক চিকিৎসা প্রদান, অসুস্থ রোগীদের চিহ্নিত করা এবং তাদের যথাযথ চিকিৎসা কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করে গেছেন দিনরাত এক করে। কাজের গুরুত্ব অপরিসীম, কিন্তু তাদের পারিশ্রমিক খুবই কম। তারা প্রতি মাসে খুবই সামান্য টাকা পান, যা তাদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য পর্যাপ্ত নয়। এছাড়াও তাদের কাজের কোনও নির্দিষ্ট সময় নেই, বন্যা পরিস্থিতিতে যখনই ডাক পড়েছে ছুটে গেছেন তারা। এই কঠিন পরিস্থিতিতে আশা কর্মীরা তাদের কাজের প্রতি নিষ্ঠার নজির গড়েছেন। কখনও দেখা গেছে একটা বাঁশের সাঁকো পেরিয়েও তারা ছুটে গেছেন মানুষের ডাকে। এক হাঁটু জলে দাঁড়িয়ে পরিষেবা দিচ্ছেন সেই ছবিও ফুটে উঠেছে আমাদের ক্যামেরায়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বাধা পেরিয়ে চিকিৎসা পরিষেবা দিয়ে আশার আলো ফুটিয়ে গেছেন আশা কর্মীরা। কখনও জল পেরিয়ে কখনও আবার জলে নেমে কখনও আবার নৌকই করে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে চিকিৎসা পরিষেবা দিতে আশা কর্মীরা। ঘাটালের বন্যায় আশা কর্মীদের এই অক্লান্ত পরিশ্রম নজর কেড়েছে প্রত্যেকের মনে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
Oct 10, 2025 2:23 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ghatal ASHA Worker: ঘাটালে জলযন্ত্রণার মাঝেই কর্তব্যে অবিচল আশাকর্মীরা! খামতি নেই পরিষেবা প্রদানে, তবুও আক্ষেপ এক জায়গায়






