Elephant Road Crossing : বহুদিন বাদে আবার সেই দৃশ্য! গভীর রাতে থমকে গেল পরপর সব গাড়ি! যা দেখা গেল, বিশ্বাস হবে না

Last Updated:
Elephant Road Crossing : রাত গভীর হতেই জঙ্গল থেকে বেরিয়ে এল একপাল হাতি। দল বেঁধে একের পর এক রাস্তা পার হওয়ার কারণে ২০ মিনিট যান চলাচল স্তব্ধ হয়ে যায় এশিয়ান হাইওয়েতে।
1/5
বীরপাড়া, অনন্যা দে : রাত গভীর হতেই জঙ্গল থেকে বেরিয়ে এলো ওরা।দল বেঁধে একের পর এক রাস্তা পার হওয়ার কারণে ২০ মিনিট যান চলাচল স্তব্ধ হয়ে যায় এশিয়ান হাইওয়ে দিয়ে।অনেকদিন পর বীরপাড়া সংলগ্ন এশিয়ান হাইওয়েতে দেখা মিলল হাতির পালের।
রাত গভীর হতেই জঙ্গল থেকে বেরিয়ে এল ওরা। দল বেঁধে একের পর এক রাস্তা পার হওয়ার কারণে ২০ মিনিট যান চলাচল স্তব্ধ হয়ে যায় এশিয়ান হাইওয়ে দিয়ে। অনেকদিন পর বীরপাড়া সংলগ্ন এশিয়ান হাইওয়েতে দেখা মিলল হাতির পালের। <strong>(ছবি ও তথ্য - অনন্যা দে)</strong>
advertisement
2/5
বীরপাড়া ডিমডিমা ব্রিজ এলাকাটি এশিয়ান হাইওয়ের অন্তর্গত। এই এলাকার দুপাশে রয়েছে জলদাপাড়ার জঙ্গল। এই এলাকায় বুনো হাতির দেখা সেভাবে দেখেননি চলাচলকারীরা। তবে বৃহস্পতিবার রাতে দেখা মিলল হাতির দলের।
বীরপাড়া ডিমডিমা ব্রিজ এলাকাটি এশিয়ান হাইওয়ের অন্তর্গত। এই এলাকার দুপাশে রয়েছে জলদাপাড়ার জঙ্গল। এই এলাকায় বুনো হাতির দেখা সেভাবে দেখেননি চলাচলকারীরা। তবে বৃহস্পতিবার রাতে দেখা মিলল হাতির দলের।
advertisement
3/5
রাতের বেলায় যাত্রীবাহী গাড়ির চলাচল কমে যায়। পণ্যবাহী গাড়ি এসময় বেশি চলে।বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার সময় এই রাস্তায় হটাৎ করেই গাড়ির ব্রেক কষেন গাড়ির চালকরা। তাঁদের কথায় জঙ্গল থেকে বেরিয়ে এসেছিল এক পাল হাতি।
রাতের বেলায় যাত্রীবাহী গাড়ির চলাচল কমে যায়। পণ্যবাহী গাড়ি এসময় বেশি চলে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার সময় এই রাস্তায় হটাৎ করেই গাড়ির ব্রেক কষেন চালকরা। তাঁদের কথায় জঙ্গল থেকে বেরিয়ে এসেছিল এক পাল হাতি।
advertisement
4/5
জানা গিয়েছে এই দলে ছোট, বড় মিলিয়ে ২০ টি হাতি ছিল। এত গুলি হাতিকে একসঙ্গে দেখে মুঠোফোনে কেউ ছবি তুলতে থাকেন। আবার কেউ ভিডিও করতে থাকেন।হাতি পার হলে আবার শুরু হয় যান চলাচল।
জানা গিয়েছে, এই দলে ছোট, বড় মিলিয়ে ২০ টি হাতি ছিল। এতগুলি হাতিকে একসঙ্গে দেখে মুঠোফোনে কেউ ছবি তুলতে থাকেন। আবার কেউ ভিডিও করতে থাকেন। হাতি পার হলে আবার শুরু হয় যান চলাচল।
advertisement
5/5
গাড়ি চালক অভিষেক শা জানান,
গাড়ি চালক অভিষেক শা জানান, গাড়ি চালানোর পথে মাঝে মধ্যে বুনো হাতি দেখি। তবে একসঙ্গে এত হাতি দেখিনি। ভাল লাগল দেখে। <strong>(ছবি ও তথ্য - অনন্যা দে)</strong>
advertisement
advertisement
advertisement