প্রেমে সিলমোহর অবশেষে? একসঙ্গে রংমিলান্তি পোশাকে সামনে এলেন হার্দিক ও মাহিকা... খেলা ও বিনোদন দুনিয়া তোলপাড়
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
শুক্রবার সকালে তাঁরা কালো পোশাকে এক গাড়িতে চেপে মুম্বই বিমানবন্দরে আসেন। যার জেরে প্রশ্ন তুলেছে ক্রিকেট এবং বিনোদনদুনিয়া। তবে কি সম্পর্কে সিলমোহর দিলেন হার্দিক-মাহিকা?
মুম্বই: প্রকাশ্যে একসঙ্গে দেখা গেল ক্রিকেটার হার্দিক পান্ডিয়া এবং মাহিকা শর্মাকে। শুক্রবার সকালে তাঁরা কালো পোশাকে এক গাড়িতে চেপে মুম্বই বিমানবন্দরে আসেন। যার জেরে প্রশ্ন তুলেছে ক্রিকেট এবং বিনোদনদুনিয়া। তবে কি সম্পর্কে সিলমোহর দিলেন হার্দিক-মাহিকা?
advertisement
সুখের সংসার ছিল তাঁদের। তবে সেই সংসার এখন অতীত। জল্পনা, স্ত্রী নাতাশা স্তানকোভিচের সঙ্গে বিচ্ছেদের পর তিনি এবার সম্পর্কে জড়িয়েছিলেন গায়িকা জেসমিন ওয়ালিয়ার সঙ্গে। পরে জানা যায়,
advertisement
হার্দিক পান্ডিয়া নাকি প্রেম করছেন মডেল ও অভিনেত্রী মাহিকা শর্মার সঙ্গে! সেই মডেলের বয়স মাত্র ২৪। এই তরুণী কে? তা নিয়ে এখন অনেকের আগ্রহ প্রবল। মাহিকার সঙ্গে হার্দিকের সম্পর্কের জল্পনা শুরু হয়েছে একটি রেডিট পোস্ট থেকে।মাহিকার বেড়ে ওঠা দিল্লিতে। নেভি চিলড্রেন স্কুল থেকে স্কুলজীবন শেষ করার পর তিনি কলেজে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন। পড়াশোনায় ছিলেন মেধাবী। হঠাৎ করেই মাহিকার সঙ্গে হার্দিকের প্রেমের জল্পনা ছড়িয়েছে।
advertisement
তাঁদের নিয়ে চর্চা চললেও হার্দিক বা মাহিকা কেউই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। রটনার পরে এই প্রথম উভয়কে এত কাছাকাছি দেখা গেল। অস্কারজয়ী নির্মাতা অরল্যান্ডো ভন আইন্সিডেলের ‘ইনটু দ্য ডাক’ ছবিতে অভিনয়ও করেছেন মাহিকা। বড় ব্র্যান্ডের বিজ্ঞাপনচিত্রে দেখা গিয়েছে তাঁকে।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 10, 2025 2:31 PM IST