কোটি টাকা নগদ, সাড়ে তিন কোটির সোনা মধ্যপ্রদেশের ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে যা উদ্ধার হল! শুনলে মাথা ঘুরে যাবে আপনার
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
এক ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা! বৃহস্পতিবার সকালে ভোপালবাসীর ঘুম ভাঙল এই ক্রাইম থ্রিলারে। জানা গিয়েছে, পিডবলুডির মুখ্য ইঞ্জিনিয়ার জিপি মেহরার কাছ থেকে উদ্ধার হয় এই বিপুল পরিমাণ সম্পদ। সংবাদ মাধ্যম সূত্রের খবর, সাধারণ একটি তদন্ত করতে গিয়ে এই বিপুল পরিমাণ আর্থিক দুর্নীতির কথা সামনে আসে।
advertisement
advertisement
advertisement
বৃহস্পতিবারে ডেপুটি সুপারিন্টেনডেন্টের আধিকারিকরা ওই ইঞ্জিনিয়ারের বাড়িতে হানা দেন। শুধু ওই ইঞ্জিনিয়ারের বাড়ি নয় গোটা ভোপাল এবং নর্মদাপুরমে তল্লাশি চালানো হয়।মেহরার মণিপুরম কলোনির বাড়ি থেকে মোট ৮ লক্ষ ৭৯ হাজার, ৫০ লক্ষ টাকার অলঙ্কার এবং ৫৬ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট পাওয়া গিয়েছে। এছাড়াও শহরের দানাপানি এলাকায় বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ওই ইঞ্জিনিয়ারের নামে রয়েছে বলে জানান।
advertisement
একই সঙ্গে জানা গিয়েছে, তাঁর থেকে মোট ২৬ লক্ষ নগদ, ২.৬ কেজি সোনা যার বাজার মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা। এবং সাড়ে পাঁচ কেজি রূপো উদ্ধার হয়েছে।কিন্তু, ওই ইঞ্জিনিয়ারের গ্রামের বাড়িতে গিয়ে চোখ কপালে উঠেছে তদন্তকারী আধিকারিকদের। নর্মদাপুরমের সোহাগপুরের সাইনি গ্রামে গিয়ে দেখা যায় সেখানে ১৭ টন মধু রয়েছে, ছ'টি ট্রাক্টর রাখা হয়েছে। এছাড়াও, ৩২টি কটেজ যা নির্মীয়মাণ অবস্থায় রয়েছে। একইসঙ্গে পুকুর এবং মাছ চাষের ব্যবস্থাও রয়েছে।
advertisement