North 24 Parganas News: বঙ্গে বহুরূপী সাজেও বেড়েছে রাম লক্ষণ সীতা হনুমানের কদর
- Reported by:RUDRA NARAYAN ROY
- hyperlocal
Last Updated:
শিব, দুর্গা, কালী সহ মটু পাতলু, সান্তাক্লজ বা চার্লি চ্যাপলিন সেজে কোন রকমে চলত পেট, বর্তমানে রামমন্দিরের উদ্বোধনের পরই রাজ্যে বেড়েছে এই রাম সীতা লক্ষণের সাজে বহুরূপীদের চাহিদা।
উত্তর ২৪ পরগনা: রাম মন্দির উদ্বোধনের পরই রামের নামে বহুগুণ ব্যবসা বেড়েছে বহুরূপীদের। আগে যেখানে শিব, দুর্গা, কালী সহ মটু পাতলু, সান্তাক্লজ বা চার্লি চ্যাপলিন সেজে কোন রকমে চলত পেট, বর্তমানে রামমন্দিরের উদ্বোধনের পরই রাজ্যে বেড়েছে এই রাম সীতা লক্ষণের সাজে বহুরূপীদের চাহিদা। এখন উত্তর ২৪ পরগনার নানা প্রান্তে রাজ্যের বিরোধী দলের অনুষ্ঠানে কেউ সাজছেন রাম, কেউ লক্ষণ, কেউ সীতা এমনকি হনুমানেরও বহুরূপী সাজ সেজে ভালই সারা মিলছে বলেই দাবি শিল্পীদের। পার্শ্ববর্তী জেলা থেকে শিল্পীদের ভাড়া করে নিয়ে আসা হচ্ছে এ ধরনের বহুরূপী সাজে মানুষকে মনোরঞ্জন করে আকৃষ্ট করার জন্য।
এদিন উত্তর দমদম পৌরসভার নিউ ব্যারাকপুর এলাকায় এমনই এক বর্ণাঢ্য শোভাযাত্রায় দেখা গেল শিব দুর্গা কালীর পাশাপাশি রাম লক্ষণ সীতা এমনকি স্বয়ং হনুমানেকেও। কয়েক ঘন্টার জন্য এমন বহুরূপী সাজ সেজেই এই শিল্পীরা রোজগার করেন টাকা। মানুষও তাদের দেখে যথেষ্টই আনন্দ নেন। অনেকেই আবার সেলফি তোলেন, ভিডিও আপলোডও হয় সোশ্যাল মিডিয়ায়। তবে অতীতে শিব দুর্গা কালীর থেকে এখন বহু অংশে বেড়েছে রাম সীতা লক্ষণ হনুমানের চাহিদা। এমনকি আগামী দিনে চাহিদার কথা মাথায় রেখে দশ মাথা ওয়ালা রাবণও বহুরূপী সাজে নিয়ে আসা হতে পারে বলে জানালেন এক শিল্পী। এদিন কৃষ্টি হলের সামনে থেকে নব বারাকপুর রাম মন্দির উৎসব কমিটির উদ্যোগে এক সুবিশাল শোভাযাত্রায় ডিজে বাজিয়ে রাম বন্দনায় মেতে উঠতে দেখা যায় রামভক্তদের।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
তবে যাই হোক না কেন, রাম নামে অনেক অংশেই এখন বেড়েছে শিল্পীদের চাহিদা, আর তাতেই বেশ লাভবান বহুরূপী শিল্পীরা।
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 29, 2024 4:04 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: বঙ্গে বহুরূপী সাজেও বেড়েছে রাম লক্ষণ সীতা হনুমানের কদর