North 24 Parganas News: টোটোতেই মুদিখানার সরঞ্জাম পৌঁছে যাচ্ছে বাড়িতে! ব্যবসায় সফল ভ্রাম্যমান বিক্রেতা

Last Updated:

টোটোয় বাড়ির দুয়ারে এভাবেই মুদি মাল পৌঁছে দিয়ে ব্যবসায় সফল ভ্রাম্যমান বিক্রেতা

+
ভ্রাম্যমান

ভ্রাম্যমান মুদি মালের ব্যবসা

উত্তর ২৪ পরগনা: দুয়ারে সরকার থেকে দুয়ারে ডাক্তারের পর এবার দুয়ারেই মুদি মালের দোকান নিয়ে এসে রীতিমতো ব্যবসায় সফল রাজা মজুমদার। অশোকনগর দু’নম্বর খেলার মাঠ সংলগ্ন এলাকার বাসিন্দা রাজা মজুমদার এর আগে একটি মুদি মালের দোকান ছিল। কিন্তু লকডাউনে ক্ষতিগ্রস্ত হওয়ার পর বন্ধ করতে হয়েছে দোকান।
অবশেষে কী করবেন তা বুঝে উঠতে না পেরেই মুদি মালের জিনিসপত্র নিয়েই টোটো করে সাজিয়ে প্রতিদিন প্রায় ১৪ -১৫ কিলোমিটার এলাকা ঘুরে বিক্রি করেই এখন সংসার ভালইচলছে জানালেন বিক্রেতা। আর দুয়ারে মুদি মালের এই দোকান পেয়ে খুশি এলাকার মানুষজনও। অশোকনগর এলাকায় এদিন দেখা গেল টোটোয় নানা রকমের মসলা, নিত্য প্রয়োজনীয় জিনিস, খাবার জিনিস সাজিয়ে ঘুরে বেড়াতে। আর তার এই ভ্রাম্যমান মুদি মালের দোকান থেকেই জিনিস কিনছেন মানুষজন।
advertisement
advertisement
বিক্রেতা রাজা মজুমদার জানান, দোকান চালিয়ে যা লাভ হতো তার থেকে অনেক অংশেই বেশি লাভ হচ্ছে মানুষের বাড়ির দোরগোড়ায় পৌঁছে এভাবে ব্যবসা করতে পেরে। এখন পায় কুড়ি পঁচিশটি বাড়ির পার্মানেন্ট মুদি মালের সাপ্লাই দেন এই ভ্রাম্যমান টোটোয় মুদি মাল বিক্রেতা।
advertisement
আর এতে ভালই লাভের মুখ দেখছেন তিনি। এই আয় দিয়েই চলে যাচ্ছে বাবা-মা ও ছেলে, তিনজনের সংসার। রান্না বা ঘরের নিত্য প্রয়োজনীয় টুকটাক জিনিস হোক বা মাসের মুদি মাল, এখন বাড়ির দোরগোড়াতেই এই পরিষেবা রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছে অশোকনগরে। লাভের পরিমাণ হাসি ফুটিয়েছে বিক্রেতার মুখেও।
Rudra Narayan Roy
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
North 24 Parganas News: টোটোতেই মুদিখানার সরঞ্জাম পৌঁছে যাচ্ছে বাড়িতে! ব্যবসায় সফল ভ্রাম্যমান বিক্রেতা
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement