Bangla News: বন্ধ রাইস মিলে রমরমিয়ে চলছিল..., হানা দিতেই চোখ কপালে পুলিশের, গোটা এলাকায় চাঞ্চল্য

Last Updated:

Bangla News: রাইস মিলে ঢুকতেই চোখ কপালে তদন্তকারী পুলিশ অফিসারদের। মাসের পর মাস ধরে এই বন্ধ রাইস মিলে যে এই কারবার চলছে তা ঘুণাক্ষরে ও বুঝতে পারেননি তাঁরা।

বন্ধ রাইস মিলে চলছিল কিসের কারবার! অভিযানে গিয়ে চোখ কপালে পুলিশের
বন্ধ রাইস মিলে চলছিল কিসের কারবার! অভিযানে গিয়ে চোখ কপালে পুলিশের
বর্ধমান: পরিত্যক্ত রাইস মিলের আড়ালে চোলাই তৈরির উপকরণের ব্যবসা! এমন ঘটনাই সামনে এল বর্ধমানে। রাইস মিলে ঢুকতেই চোখ কপালে তদন্তকারী পুলিশ অফিসারদের। মাসের পর মাস ধরে এই বন্ধ রাইস মিলে যে এই কারবার চলছে তা ঘুণাক্ষরে ও বুঝতে পারেননি তাঁরা। তাজ্জব এলাকার বাসিন্দারাও। সব মিলিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
চোলাই তৈরির উপকরণ মজুত রয়েছে এই সন্দেহে জেলা আবগারি দফতর ও বর্ধমান থানার যৌথ অভিযান চালায়  পরিত্যক্ত রাইস মিলটিতে। সেখানেই বাজেয়াপ্ত হল ভিন রাজ্যের ট্রাক-সহ প্রচুর পরিমান কাঁচামাল। পরীক্ষার জন্য বাজেয়াপ্ত হওয়া সন্দেহজনক কাঁচামালের নমুনা আবগারি দফতরের পক্ষ থেকে পরীক্ষাগারে পাঠানো হচ্ছে। বর্ধমান থানার আলমগঞ্জের মাটিরবাগ এলাকার ঘটনা।
advertisement
advertisement
জেলা আবগারি দফতরের ডেপুটি এক্সসাইজ কালেক্টর (সদর রেঞ্জ) নিমাই সামন্ত জানিয়েছেন, বর্ধমান শহরের আলমগঞ্জের মাটির বাগ এলাকার নিত্যকালী রাইস মিল নামে একটি পরিত্যক্ত রাইস মিলে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে জেলা আবগারি দফতর ও বর্ধমান থানার পক্ষ থেকে যৌথভাবে অভিযান চালানো হয়। সেখানে হরিয়ানার যমুনানগরের চালানে নিয়ে আসা একটি ঝাড়খন্ডের গাড়ি থেকে প্রথমে ৪৯৫ টিন ও পরে তল্লাশিতে রাইস মিলের চারটি গোডাউন থেকে আরও ৫৬০০ টিন সন্দেহজনক চোলাই তৈরির কাঁচামাল বাজেয়াপ্ত করা হয়। বাজেয়াপ্ত করা হয় ঝাড়খন্ড নম্বারের ট্রাকটিকেও। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। উদ্ধার হওয়া কাঁচামালের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে।
advertisement
সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে আফগারী দফতর। পুলিশ ও আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, কতদিন ধরে এই কারবার চলছিল তা জানার চেষ্টা চলছে। এখানে মজুত করার পর সে সব কাঁচামাল বর্ধমান শহর লাগোয়া বিভিন্ন এলাকা, জেলার বিভিন্ন প্রান্ত ও পাশের জেলাগুলিতে সাপ্লাই করা হতো বলে প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে। এই কারবারের সঙ্গে কারা কারা জড়িত তা জানার চেষ্টা চলছে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: বন্ধ রাইস মিলে রমরমিয়ে চলছিল..., হানা দিতেই চোখ কপালে পুলিশের, গোটা এলাকায় চাঞ্চল্য
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement