Bangla News: আচঁ পাচ্ছিল পুলিশ, সেই বীরভূমে ফের মারাত্মক কাণ্ড! ডেউচা গ্রামে হানায় বড় সাফল্য

Last Updated:

Bangla News: আবারও বীরভূমে উদ্ধার কাফ সিরাপ,  আটক করল বীরভূমের মহম্মদবাজার থানার পুলিশ।

উদ্ধার কাফ সিরাপ
উদ্ধার কাফ সিরাপ
#বীরভূম: আবারও সাফল্য বীরভূম জেলা পুলিশের । সিউড়ির পর মহম্মদ বাজারে উদ্ধার নিষিদ্ধ কাফ সিরাপ । বাড়িতে লুকিয়ে রাখা আট কার্টুন সিরাপের পেটি উদ্ধার করে বীরভূমের মহম্মদবাজার থানার পুলিশ। কয়েকদিন আগেই বীরভূমের সিউড়ি থানা এলাকায় তিলপাড়া ব্যারেজের কাছে ৬০ নম্বর জাতীয় সরকে আলুর বস্তার নীচ থেকে উদ্ধার হয় নিষিদ্ধ কাফ সিরাপ। বেশ কয়েকদিন ধরেই এই পাচারের আচঁ পাচ্ছিল পুলিশ । অপেক্ষায় ছিল সুযোগের। ব্যস সুযোগ পেতেই হাতেনাতে পুলিশের কাছে ধরা পরে নিষিদ্ধ কাফসিরাফ পাচারকারী ।
পুলিশ গোপন সূত্রে খবর পায়, আলুর বস্তার নীচে পাচার করা হচ্ছে নিষিদ্ধ কাফ সিরাপ । তারপরই  সিউড়ি , দুবরাজপুর , সদাইপুর ও মহম্মদবাজার এই চারটি থানায় গঠন করা বিশেষ পাঁচটি দল মিলে শেষে হাতেনাতে ধরে ফেনসিডিল পাচারকারীদের । ঠিক তারপরই আবার বুধবার বিকেলে দারুন সাফল্য মহম্মদ বাজার থানার পুলিশের । গোপন সূত্রে খবর পেয়ে বীরভূমের মহম্মদবাজার থানার পুলিশ অভিযান চালায় ডেউচা গ্রামের একটি বাড়িতে । তাদের কাছে খবর ছিলো ওই বাড়িতে রাখা আছে নেশা করার আট কার্টুন সিরাপের একটি পেটি ।
advertisement
advertisement
তারপরই মহম্মদ বাজার থানার পুলিশ সেই বাড়ি থেকে উদ্ধার করে নেশার জন্য ব্যবহৃত আট কার্টুন সিরাপের পেটি , সেই পেটিতে ছিলো ৯৬০ বোতল সিরাপ । সেই সঙ্গে সেখান থেকেই গ্রেফতার করা হয় দুজনকে । জানা যায় ডেউচা গ্রামের ওই বাড়ি মালিকের নাম  বশিরুল শেখ । তার বাড়ির মধ্যেই রাখা ছিলো নেশার জন্য ব্যবহৃত আট কার্টুন সিরাপের একটি পেটি , সেখানে ছিলো ৯৬০ টি সিরাপের বোতল । সেখান থেকেই ওই সিরাপের বোতল গুলি উদ্ধার করে মহম্মদ বাজার থানার পুলিশ । সাথে সাথে বশিরুল শেখ সহ তার এক সহযোগীকে গ্রেফতার করে পুলিশ । বৃহস্পতিবার কোর্টে তোলা হয় তাদের।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: আচঁ পাচ্ছিল পুলিশ, সেই বীরভূমে ফের মারাত্মক কাণ্ড! ডেউচা গ্রামে হানায় বড় সাফল্য
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement