এই কলেজে গেলে পৌঁছে যাবেন ৬০০ বছর আগে! রোমহর্ষক অভিজ্ঞতা...মিস করবেন না!

Last Updated:

বীরভূম ঘুরতে এলে অন্তত হাতে কিছুক্ষণের সময় নিয়ে ঘুরে আসুন এই কলেজ থেকে অনেক না জানা ইতিহাস ছুঁয়ে দেখতে পাবেন।

+
মিনি

মিনি মিউজিয়াম

বীরভূম: ইতিহাস সম্বন্ধে জানতে চাইলে আপনাদের অবশ্যই একবার হলেও ঘুরে যেতে হবে বীরভূম। এখানে যেমন একদিকে একাধিক রাজবাড়ি থেকে জমিদার বাড়ি রয়েছে তেমনইরয়েছে অনেক না জানা ইতিহাস। আর এই বীরভূমের একটি কলেজে রয়েছে প্রায় ৬০০ বছর পুরনো ইতিহাসের সাক্ষী।
বীরভূমের রামপুরহাট থেকে সিউড়ি যাওয়ার পথে মল্লারপুর বাইপাস রোডে দাঁড়ালে দেখতে পাবেন ‘টুরকু হাঁসদা লপসা হেমব্রম কলেজ’ আর এই কলেজের একটি কক্ষে মজুত রয়েছে প্রায় ৬০০ থেকে ৭০০ বছরের পুরনো প্রাচীন যুগের ইট এবং পাথর। যাকে সবাই মিনি মিউজিয়াম নামে চেনে।
advertisement
advertisement
কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে জানা যায় এই কলেজে বেশ কয়েকটি বিষয় তুলে ধরা হয়েছে মিনি মিউজিয়ামের মাধ্যমে। যেখানে রয়েছে আদিবাসী সাঁওতালদের বিভিন্ন ট্রাডিশনাল জিনিসপত্র। যেমন মাছ ধরার জাল থেকে শুরু করে ইঁদুর ধরার খাঁচা। অন্যদিকে গনপুর শিব মন্দিরের ইট এবং পাথর। এছাড়াও রয়েছে ফসিল কাঠ। তথ্য অনুযায়ী জানা যায় পাথরগুলি আনুমানিক প্রায় ১৬১৭ সালের। ফসিল কাঠ প্রায় কয়েকশো বছরের পুরনো।
advertisement
কলেজ কর্তৃপক্ষ আরও জানান এই মিউজিয়াম এর নাম মিনি মিউজিয়াম দেওয়া হয়েছে তার কারণ এই মিউজিয়ামটি কলেজের লাইব্রেরী এর মধ্যে অবস্থিত রয়েছে। আগামী দিনে আরো পুরনো কিছু জিনিস সংগ্রহ করে এই মিউজিয়ামকে আরও বড় আকারে তৈরি করা হবে। কলেজের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকারা একত্রিতভাবে বিভিন্ন তথ্য সংগ্রহ করে পুরানো যুগের এই সমস্ত জিনিসপত্র সংগ্রহ করে আনছেন।
advertisement
তাই আপনি যদি এবার বীরভূমে সে মল্লারপুর শিব মন্দির বা গনপুর শিব মন্দিরে পুজো দিতে যান, তাহলে পুজো দেওয়ার পর অবশ্যই এই কলেজ থেকে একবার ঘুরে আসুন। কলেজের দ্বিতীয় তলায় একটি কক্ষে এই মিউজিয়ামটি অবস্থিত রয়েছে। এই মিউজিয়াম এ প্রবেশের ক্ষেত্রে আপনাকে একটি খাতায় আপনার নাম নথিভুক্ত করতে হবে। তাহলেই পৌঁছেযাবেন প্রায় ৬০০ বছর আগে।
advertisement
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এই কলেজে গেলে পৌঁছে যাবেন ৬০০ বছর আগে! রোমহর্ষক অভিজ্ঞতা...মিস করবেন না!
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement