সোনা ফেলে দেবেন নিজেই, চাহিদা বাড়ছে অন্য এক ধাতুর! আর ১০ বছরে 'টপে'! কাড়াকাড়ি পড়ে যাবে বাজারে
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
আগামী ১০ বছরে সোনা নয়, চাহিদা শীর্ষে উঠবে অন্য এক ধাতুর। ভারতে এটির ব্যবহার ১১ লক্ষ টন থেকে ২০ লক্ষ টনে পৌঁছাবে। সৌরশক্তি ও বায়ুশক্তি ক্ষেত্রেও এই ধাতুর ব্যবহার বাড়ছে।
advertisement
advertisement
advertisement
Zinc College 2024-এ বক্তব্য রাখতে গিয়ে, IZA-র নির্বাহী পরিচালক অ্যান্ড্রু গ্রিন বলেন: "ভারতে প্রতি বছর ১১ লক্ষ টন দস্তার ব্যবহার হয়, যা দেশটির বর্তমান উৎপাদনের থেকেও বেশি। আগামী ১০ বছরে এই চাহিদা ২০ লক্ষ টনে পৌঁছতে পারে। বিশেষ বিষয় হল, দস্তার ব্যবহার সোনার তুলনায় বহু গুণ বেশি। ভারতে যেখানে প্রতি বছর ৭০০ টনের বেশি সোনা ব্যবহৃত হয়, সেখানে দস্তার ব্যবহার হবে তার বহু গুণ বেশি।"
advertisement
advertisement
advertisement
advertisement