বর-কনে এত শিক্ষিত, অথচ এই অবস্থা? 'বিয়ের 'কার্ড' দেখে পড়ে যাচ্ছিলেন অতিথিরা! শেষে আলমারি খুলে...

Last Updated:

Viral Wedding Card: বিয়ে মানেই রাজকীয় আয়োজন, যা বছরের পর বছর মানুষ মনে রাখে। পরিবারের সদস্যরা মাসের পর মাস এই আয়োজনে ব্যস্ত থাকেন, আর বর-কনে প্রতিটি খুঁটিনাটির দিকে নজর রাখেন। তবে সামান্য ভুল হলেই পুরো পরিকল্পনাই ভেস্তে যেতে পারে। আর বিয়ের কার্ড? সেটার গুরুত্ব তো আলাদা!

কার্ডে কী এমন লেখা আছে? একটি বিয়ের আমন্ত্রণপত্র এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই কার্ডে বর ও কনের নামের পাশাপাশি তাদের শিক্ষাগত যোগ্যতাও উল্লেখ করা হয়েছে! টুইটার (এখন X)–এ পোস্ট করা এক ছবিতে দেখা গেছে, বর ও কনের নামের পাশে যথাক্রমে ‘IIT Bombay’ এবং ‘IIT Delhi’ লেখা রয়েছে।
কার্ডে কী এমন লেখা আছে? একটি বিয়ের আমন্ত্রণপত্র এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই কার্ডে বর ও কনের নামের পাশাপাশি তাদের শিক্ষাগত যোগ্যতাও উল্লেখ করা হয়েছে! টুইটার (এখন X)–এ পোস্ট করা এক ছবিতে দেখা গেছে, বর ও কনের নামের পাশে যথাক্রমে ‘IIT Bombay’ এবং ‘IIT Delhi’ লেখা রয়েছে।
কলকাতা: অদ্ভুত এক বিয়ের আমন্ত্রণপত্র! বিয়ে মানেই রাজকীয় আয়োজন, যা বছরের পর বছর মানুষ মনে রাখে। পরিবারের সদস্যরা মাসের পর মাস এই আয়োজনে ব্যস্ত থাকেন, আর বর-কনে প্রতিটি খুঁটিনাটির দিকে নজর রাখেন। তবে সামান্য ভুল হলেই পুরো পরিকল্পনাই ভেস্তে যেতে পারে। আর বিয়ের কার্ড? সেটার গুরুত্ব তো আলাদা!
advertisement
সাধারণত বিয়ের আমন্ত্রণপত্রে বর-কনের নাম, তাদের পরিবারের নাম, আত্মীয়দের উল্লেখ থাকে। কিন্তু সম্প্রতি এক দম্পতির বিয়ের কার্ড দেখে অতিথিরা কনফিউজড! এটাকে কি সম্মান বলবেন, নাকি অপ্রত্যাশিত প্রদর্শনী? কার্ডে কী এমন লেখা আছে? একটি বিয়ের আমন্ত্রণপত্র এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
advertisement
এই কার্ডে বর ও কনের নামের পাশাপাশি তাদের শিক্ষাগত যোগ্যতাও উল্লেখ করা হয়েছে! টুইটার (এখন X)–এ পোস্ট করা এক ছবিতে দেখা গেছে, বর ও কনের নামের পাশে যথাক্রমে ‘IIT Bombay’ এবং ‘IIT Delhi’ লেখা রয়েছে।
advertisement
এই বিশেষ কার্ড দেখে অতিথিরা হকচকিয়ে গেছেন! অনেকেই মজা করে বলছেন, বিয়েতে গেলে হয়তো নিজের সার্টিফিকেটও সঙ্গে নিয়ে যেতে হবে, যাতে প্রয়োজন হলে দেখানো যায়! সোশ্যাল মিডিয়ায় এই কার্ড নিয়ে হইচই শুরু হয়েছে। @mister_whistler নামের এক একাউন্ট থেকে পোস্ট করার পর এটি ভাইরাল হয়। একজন মজা করে লিখেছেন, “নামের বদলে লেখা উচিত ছিল— IIT Bombay weds IIT Delhi।”
advertisement
আরেকজন লিখেছেন, “আমি বিয়েতে গিয়েছিলাম, সেখানে কাজু-কাতলি আর কেকের উপরও ডিগ্রির নাম লেখা ছিল!” আর একজন বললেন, “আরও একটা পৃষ্ঠা যোগ করে সম্পত্তির পরিমাণও লেখা উচিত ছিল!” এই অদ্ভুত আমন্ত্রণপত্র দেখে অনেকেই হাসতে বাধ্য হয়েছেন! তবে এটাও বলা যায়, শিক্ষাগত যোগ্যতা নিয়ে এমন গর্ব করার ঘটনা সত্যিই বিরল।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
বর-কনে এত শিক্ষিত, অথচ এই অবস্থা? 'বিয়ের 'কার্ড' দেখে পড়ে যাচ্ছিলেন অতিথিরা! শেষে আলমারি খুলে...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement