আইসিডিএস কর্মী ফিরছিলেন বাড়ির উদ্দেশে, বাস আসছিল, যা ঘটল...! মর্মান্তিক ঘটনা
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Tanmoy Mondal
Last Updated:
Accident- অন্যান্য দিনের মতোই আইসিডিএস-এর কাজ করে বাড়ি ফিরছিলেন তিনি। কিন্তু সাইকেল নিয়ে ফেরার পথেই যে এই রকম ঘটনা ঘটে যাবে, তা কল্পনাও করতে পারেননি আইসিডিএস কর্মী।
মুর্শিদাবাদ: অন্যান্য দিনের মতোই আইসিডিএস-এর কাজ করে বাড়ি ফিরছিলেন তিনি। কিন্তু সাইকেল নিয়ে ফেরার পথেই যে এই রকম ঘটনা ঘটে যাবে, তা কল্পনাও করতে পারেননি আইসিডিএস কর্মী।
বাসের ধাক্কায় মৃত্যু হল আইসিডিএস-এ কর্মরত এক মহিলার। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের লালগোলাতে। পুলিশ জানিয়েছে মৃতের নাম তোফাতুন্নেসা বিবি, বয়স ৫৯ বছর। মৃত মহিলার বাড়ি লালগোলা থানার দেওয়ানছড়ায় অঞ্চলের চকপাড়া গ্রামে।
বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার দেওয়ান চড়ায় অঞ্চলে জাতীয় সড়কের ধারে। গৌরীদাসপুরে ICDS কর্মী ছিলেন তোফাতুন্নেসা বিবি। বয়স ৫৯ বছর। তিনি আইসিডিএস সেন্টার থেকে কাজ শেষ করে বাড়ির সাইকেল নিয়ে পথে যাচ্ছিলেন। জাতীয় সড়কে ওঠার সময় রাজারামপুর থেকে একটি বেসরকারি বাস আসছিল।
advertisement
advertisement
আরও পড়ুন- জুন মাসে একই রাস্তায় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৯…! এবার সেই জাতীয় সড়ক নিয়ে বড় পদক্ষেপ
তখনই জাতীয় সড়কে উঠছিলেন ওই মহিলা। তিনি সরাসরি বাসের তলায় পড়ে যান। গুরুতর আহত অবস্থায় এলাকার বাসিন্দারা উদ্ধার করে তড়িঘড়ি তাঁকে লালগোলা কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত মহিলার বাড়ি লালগোলা থানার দেওয়ানছড়ায় অঞ্চলের চকপাড়া গ্রামে। এই ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার সহ গ্রাম জুড়েই।
advertisement
এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় লালগোলা থানার পুলিশ। পুলিশ পৌঁছে ঘাতক গাড়ি সহ চালককে আটক করে। এছাড়াও দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 31, 2025 8:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আইসিডিএস কর্মী ফিরছিলেন বাড়ির উদ্দেশে, বাস আসছিল, যা ঘটল...! মর্মান্তিক ঘটনা

