Hooghly News: রাতের আঁধারে পুড়ছে শয়ে শয়ে গাছ! বনভূমি ধ্বংস গোঘাটে

Last Updated:

আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে শ'য়ে শ'য়ে গাছ। সরকারি জায়গায় বনভূমি ধ্বংস।এই ঘটনায় ক্ষুব্ধ পরিবেশপ্রেমীরা।

+
পুড়ছে

পুড়ছে শয়ে শয়ে গাছ

গোঘাট: আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে শ’য়ে শ’য়ে গাছ। সরকারি জায়গায় বনভূমি ধ্বংস।এই ঘটনায় ক্ষুব্ধ পরিবেশপ্রেমীরা। কারা আগুন লাগিয়েছে বনভূমিতে জানেন না প্রশাসনের কর্তৃপক্ষরা। ঘটনাটি হুগলির গোঘাট গ্রাম পঞ্চায়েতের বুঁইতা এলাকায় শ্মশান চুল্লির পাশে। জানা যায় বনসৃজন প্রকল্পের গাছ লাগানো হয়েছিল। বছর দুয়েক আগে গোঘাট গ্রাম পঞ্চায়েত এই বনভূমি তৈরি করেছিল। অশ্বত্থ, বট, শিশু সহ বিভিন্ন রকমের ফলের গাছও লাগানো হয়। স্থানীয় পরিবেশপ্রেমীরাও ওই জায়গায় গাছ লাগান। তৈরি হয়েছিল  রকমারি গাছের বাগান।
স্থানীয়রাই দেখেন বনভূমিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। নষ্ট হয়ে গিয়েছে বনভূমির গাছপালা। সবুজ ধ্বংস হয়ে গিয়েছে। গাছের গোড়ায় আগুন জ্বলায় শুকিয়ে গিয়েছে গাছের ডাল পালা। আর এই নিয়ে শোরগোল পড়েছে এলাকায়। পরিবেশপ্রেমী অসিত মুখার্জি জানান, “শান্তির আলোয় এ যেন অশান্তির ছোঁয়া। বেশ কয়েক বছর আগে আমি আমার বাবা, দাদুর নামে পাখির নামে গাছ লাগিয়ে উৎসর্গ করেছিলাম। প্রায় গাছগুলি ১২ থেকে ১৪ ফুট হয়ে গিয়েছিল। সেই গাছগুলি নৃশংস ভাবে পুড়িয়েছে। এই গাছগুলি যারা পুড়িয়েছে তারা কতটা আনন্দ পাচ্ছি জানিনা কিন্তু আইনের থেকেও সচেতন সাধারণ মানুষ না হলে এভাবেই পরিবেশ ধ্বংস হতে চলেছে।”
advertisement
advertisement
প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পাল জানিয়েছেন তৎকালীন সময় পঞ্চায়েত থেকে জায়গাটিতে কিছু মূল্যবান  গাছ ও ফলের গাছ লাগান হয়েছিল। কারণ সেখানেই ছিল শ্মশানে চুল্লি বহু মানুষ এখানে দাহ করার জন্য গ্রামের লোকজন আসেন। তাদের বিশ্রাম নেওয়ার জায়গার কথা মাথায় রেখে করা হয়েছিল। কিন্তু কে বা কারা আগুন লাগাচ্ছে বা কেনই করছে এই কাজ তা বুঝে উঠতে পারছি না। এই ঘটনার উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন প্রশাসনের কাছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
অন্যদিকে পঞ্চায়েত প্রধান সান্তনা মান্না পুরো ঘটনার দায় এড়িয়ে গেছেন। তারা বিষয়টি নজরে দেবে এবং উপযুক্ত প্রশাসনের কাছে ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বাস দিয়েছেন।তাহলে প্রশ্ন উঠেছে সরকারি জায়গায় গাছগুলি কেন আগুন দিয়ে দিচ্ছে আর কেনই বা প্রশাসন নজর রাখছে না সেদিকে সেই প্রশ্নই তুলছেন বুদ্ধিজীবী মহল।
advertisement
Suvojit Ghosh
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: রাতের আঁধারে পুড়ছে শয়ে শয়ে গাছ! বনভূমি ধ্বংস গোঘাটে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement