Hooghly News: বিয়ের মরশুমে দুশ্চিন্তায় চুঁচুড়া শহরবাসি! পাশে দাঁড়ালেন বিধায়ক
- Reported by:RAHI HALDAR
- local18
- Edited by:Sudip Paul
Last Updated:
Hooghly News: একদিকে শুরু হয়েছে বিয়ের মরশুম, অন্যদিকে বিপাকে পড়েছেন বিয়ের অনুষ্ঠানের আয়োজক পরিবাররা। কারণ কেএমডিএ-র মন্থর গতিতে রাস্তার কাজ। যার থেকে সুরাহ পেতে এলাকার বিধায়কের কাছে দ্বারস্থ স্থানীয়রা।
হুগলি: একদিকে শুরু হয়েছে বিয়ের মরশুম, অন্যদিকে বিপাকে পড়েছেন কনে পক্ষ বা বর পক্ষের পরিবাররা। কারণ কেএমডিএ-র মন্থর গতিতে রাস্তার কাজ। যার থেকে সুরাহা পেতে এলাকার মানুষজন দ্বারস্থ হয়েছেন বিধায়কের কাছে। বিধায়ক এসে কাজ শেষের শেষ তারিখের সীমা বেঁধে দিলেন ঠিকা সংস্থাকে। হুশিয়ারি দিলেন ভাল করে ও দ্রুততার সঙ্গে কাজ শেষ করার।
ঘটনাটি হুগলির চুঁচুড়ার তোলা ফটক এলাকার। এলাকার বাসিন্দাদের অভিযোগ প্রায়সই ধস নামে এলাকার বিভিন্ন রাস্তায়। যার ফলে সমস্যায় পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের। সম্প্রতি পাইপ লাইন বসানোর কাজ শুরু হয় ওই রাস্তায়। কিন্তু সেই কাজ ২ মাস আগে শুরু হলেও এখনও কাজ তেমনভাবে এগোয়নি। রাস্তা খুঁড়ে পড়ে রয়েছে। যার ফলে প্রতিদিন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এলাকার মানুষদের।
advertisement
ওই রাস্তার একদম পাশেই রয়েছে একটি বিয়ে বাড়ি । সেখানে এলাকার অনেক পরিবারের বুকিং রয়েছে বিয়ের জন্য। কিন্তু রাস্তা সারাই না হওয়ার কারণে দুশ্চিন্তায় পড়েছেন এলাকার মানুষরা। রাস্তার যে বেহাল দশা কীভাবে হবে তাদের ছেলে-মেয়েদের বিয়ে! কারণ একটি মাত্র মূল রাস্তা আবার সেই রাস্তা খুঁড়ে দেওয়ার কারণে কোনও গাড়ি চলাচল করতে পারছে না।
advertisement
advertisement
এই সমস্যা থেকে সুরাহা পেতে স্থানীয়রা দ্বারস্থ হন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের কাছে। খবর পেয়ে বিধায়ক অসিত মজুমদার সরজমিনে পরিদর্শন করতে আসেন এলাকায়। সেখানে এসে ঠিকা সংস্থার লোকেদের কাজ দেখে তিনি ক্ষুব্ধ হয়ে যান। সংস্থার লোকেদের তিনি নির্দেশ দেন আগামী ১৮ তারিখের মধ্যে যাতে রাস্তার সমস্ত কাজ তারা শেষ করে ফেলে। যাতে বিয়ের মরশুমে পরিবারগুলিকে কোনরকম সমস্যায় না পড়তে হয়।
advertisement
এই বিষয়ে বিধায়ক অসিত মজুমদার বলেন,”রাস্তার কাজ ঠিক মতন করছে না ঠিকাদারি সংস্থাগুলি। রাস্তা করার জন্য যে মাটি তোলা হয়েছিল সেগুলি ঠিক মতন সংরক্ষণ না করতে পারায় চুরি হয়ে যাচ্ছে। যার ফলে রাস্তা যখন ফিলিং করা হচ্ছে তাতে আবারও ধস নামছে। যাতে দ্রুততার সঙ্গে কাজ হয় সেই নির্দেশ দিয়েছে।” বিধায়কের উদ্যোগে খুশি স্থানীয়রা।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 11, 2024 4:14 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: বিয়ের মরশুমে দুশ্চিন্তায় চুঁচুড়া শহরবাসি! পাশে দাঁড়ালেন বিধায়ক