মহেশতলার নুঙ্গির বাজারে পুলিশি অভিযানে উদ্ধার হাজার কিলো নিষিদ্ধ বাজি
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
বজবজ ও মহেশতলার নুঙ্গি বাজি বাজারে নিষিদ্ধ বাজি রুখতে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। রাজ্য পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে প্রায় হাজার কেজি নিষিদ্ধ বাজি।
সমীর মণ্ডল, বজবজ: বজবজ ও মহেশতলার নুঙ্গি বাজি বাজারে নিষিদ্ধ বাজি রুখতে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। রাজ্য পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে প্রায় হাজার কেজি নিষিদ্ধ বাজি।
এর জেরে দুই থানায় মোট ২৫টি এফআইআর করে পুলিশ। নিষিদ্ধ বাজি রুখতে তৎপর হয়েছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। ঠিক কালীপুজোর আগেই বজবজ থানার অন্তর্গত নন্দরামপুর বাজি বাজারে নিষিদ্ধ বাজি রুখতে চলছে পুলিশের কড় মাইকিং।
advertisement
advertisement
পুলিশের পক্ষ থেকে ক্রেতা ও বিক্রেতাদের উদ্দেশ্যে সতর্ক করা হচ্ছে যাতে সকলে পরিবেশবান্ধব বাজি ব্যবহার করেন। সেই সঙ্গে সরকারের অনুমতি এবং বৈধ ছাড়পত্র ছাড়া কেউ কোনও রকম বাজি প্রস্তুত মজুদ ও বিক্রয় যাতে না করা হয় তাই নিয়েও কড়া নজর রাখা হচ্ছে। তবে পুলিশের নজর এড়িয়ে কোথাও কোথাও দেদার বিক্রি হচ্ছে নিষিদ্ধ বাজি। সেই নিয়ে গজিয়ে উঠেছে দালাল চক্রও।
advertisement
বেআইনি ভাবে নিয়ে যারা নিষিদ্ধ বাজি প্রস্তুত, মজুদ এবং ব্যবসা করছেন তাদের বিরুদ্ধেও কড়া হুঁশিয়ারি দিয়েছে পুলিশ প্রশাসন। এই তৎপরতার ফলে যাতে পরিবেশবান্ধব বাজি বেশি করে বিক্রি করা হয় এবং মানুষ যাতে সতর্ক হয় সেই চেষ্টাই করছে রাজ্য পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 19, 2025 8:00 PM IST