মহেশতলার নুঙ্গির বাজারে পুলিশি অভিযানে উদ্ধার হাজার কিলো নিষিদ্ধ বাজি

Last Updated:

বজবজ ও মহেশতলার নুঙ্গি বাজি বাজারে নিষিদ্ধ বাজি রুখতে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। রাজ্য পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে প্রায় হাজার কেজি নিষিদ্ধ বাজি।

বাজির মেলা
বাজির মেলা
সমীর মণ্ডল, বজবজ: বজবজ ও মহেশতলার নুঙ্গি বাজি বাজারে নিষিদ্ধ বাজি রুখতে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। রাজ্য পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে প্রায় হাজার কেজি নিষিদ্ধ বাজি।
এর জেরে দুই থানায় মোট ২৫টি এফআইআর করে পুলিশ। নিষিদ্ধ বাজি রুখতে তৎপর হয়েছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। ঠিক কালীপুজোর আগেই বজবজ থানার অন্তর্গত নন্দরামপুর বাজি বাজারে নিষিদ্ধ বাজি রুখতে চলছে পুলিশের কড় মাইকিং।
advertisement
advertisement
পুলিশের পক্ষ থেকে ক্রেতা ও বিক্রেতাদের উদ্দেশ্যে সতর্ক করা হচ্ছে যাতে সকলে পরিবেশবান্ধব বাজি ব্যবহার করেন। সেই সঙ্গে সরকারের অনুমতি এবং বৈধ ছাড়পত্র ছাড়া কেউ কোনও রকম বাজি প্রস্তুত মজুদ ও বিক্রয় যাতে না করা হয় তাই নিয়েও কড়া নজর রাখা হচ্ছে। তবে পুলিশের নজর এড়িয়ে কোথাও কোথাও দেদার বিক্রি হচ্ছে নিষিদ্ধ বাজি। সেই নিয়ে গজিয়ে উঠেছে দালাল চক্রও।
advertisement
বেআইনি ভাবে নিয়ে যারা নিষিদ্ধ বাজি প্রস্তুত, মজুদ এবং ব্যবসা করছেন তাদের বিরুদ্ধেও কড়া হুঁশিয়ারি দিয়েছে পুলিশ প্রশাসন। এই তৎপরতার ফলে যাতে পরিবেশবান্ধব বাজি বেশি করে বিক্রি করা হয় এবং মানুষ যাতে সতর্ক হয় সেই চেষ্টাই করছে রাজ্য পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মহেশতলার নুঙ্গির বাজারে পুলিশি অভিযানে উদ্ধার হাজার কিলো নিষিদ্ধ বাজি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement